কফি জিনিসটা মাথাই আসলে আমাদের অনেকের অনেক চিন্তা বেড়ে জায়।আমরা কফি খেতে পছন্দ করি আবার কফি দিয়ে ত্বকের যত্ন ও নিয়ে থাকি,অনেকেই জানেননা কফি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। কফি আমদের ত্বককে আর্দ্র রাখে এবং আরোগ্য লাভে সহায়তা করে।চলুন তাহলে দেখে নেওয়া যাক কফি দিয়ে ত্বকের যত্ন কিভাবে করা হয়।

উজ্জ্বলতা বাড়ায়

কফির মাস্ক ত্বকের প্রদাহ কমায়, রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে ত্বক উজ্জ্বল ও টান টান লাগে। সহজেই ত্বকের ক্লান্তি কমাতে কফির মাস্ক কার্যকর।

ত্বকে কফি ব্যবহারের নিয়মাবলী

কফির মাস্ক

একটা বাটিতে দুই টেবিল-চামচ কফির গুঁড়া ও অ্যালো ভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। মিশ্রণটি ত্বকে মেখে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

কফির স্ক্রাব

এক টেবিল-চামচ জলপাইয়ের তেল এবং দুই টেবিল-চামচ কফির গুঁড়া মিশিয়ে তা দিয়ে মুখ, গলা, ঘাড় ইত্যাদি গোলাকারভাবে পাঁচ মিনিট স্ক্রাব করে নিতে হবে। এর পর ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

কফি ও ঠাণ্ডা পানি

ত্বকে রোদের কারণে হওয়া লালচেভাব কমাতে সদ্য গুঁড়া করা কফির সঙ্গে ঠাণ্ডা পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে নিন। পাতলা কাপড় এতে ডুবিয়ে নিংড়ে নিয়ে তা দিয়ে শরীর আলতোভাবে মুছে নিন। এতে ত্বকের ফোলা ও লালচেভাব কমবে।

সতর্কতা

ত্বকে কফি ব্যবহার উপকারী। তবে ব্যক্তিভেদে এতে অ্যালার্জি থাকতে পারে। তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেয়া উচিত।

তাছাড়া কফি ব্যবহার ত্বককে শুষ্ক করে ফেলে। তাই ত্বকের আর্দ্রতা রক্ষায় অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করেতে হবে।

 

(Visited 15 times, 1 visits today)

Thank you for reading!

 

কফি জিনিসটা মাথাই আসলে আমাদের অনেকের অনেক চিন্তা বেড়ে জায়।আমরা কফি খেতে পছন্দ করি আবার কফি দিয়ে ত্বকের যত্ন ও নিয়ে থাকি,অনেকেই জানেননা কফি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। কফি আমদের ত্বককে আর্দ্র রাখে এবং আরোগ্য লাভে সহায়তা করে।চলুন তাহলে দেখে নেওয়া যাক কফি দিয়ে ত্বকের যত্ন কিভাবে করা হয়।

উজ্জ্বলতা বাড়ায়

কফির মাস্ক ত্বকের প্রদাহ কমায়, রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে ত্বক উজ্জ্বল ও টান টান লাগে। সহজেই ত্বকের ক্লান্তি কমাতে কফির মাস্ক কার্যকর।

ত্বকে কফি ব্যবহারের নিয়মাবলী

কফির মাস্ক

একটা বাটিতে দুই টেবিল-চামচ কফির গুঁড়া ও অ্যালো ভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। মিশ্রণটি ত্বকে মেখে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

কফির স্ক্রাব

এক টেবিল-চামচ জলপাইয়ের তেল এবং দুই টেবিল-চামচ কফির গুঁড়া মিশিয়ে তা দিয়ে মুখ, গলা, ঘাড় ইত্যাদি গোলাকারভাবে পাঁচ মিনিট স্ক্রাব করে নিতে হবে। এর পর ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

কফি ও ঠাণ্ডা পানি

ত্বকে রোদের কারণে হওয়া লালচেভাব কমাতে সদ্য গুঁড়া করা কফির সঙ্গে ঠাণ্ডা পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে নিন। পাতলা কাপড় এতে ডুবিয়ে নিংড়ে নিয়ে তা দিয়ে শরীর আলতোভাবে মুছে নিন। এতে ত্বকের ফোলা ও লালচেভাব কমবে।

সতর্কতা

ত্বকে কফি ব্যবহার উপকারী। তবে ব্যক্তিভেদে এতে অ্যালার্জি থাকতে পারে। তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেয়া উচিত।

তাছাড়া কফি ব্যবহার ত্বককে শুষ্ক করে ফেলে। তাই ত্বকের আর্দ্রতা রক্ষায় অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করেতে হবে।

 

(Visited 15 times, 1 visits today)

Thank you for reading!