https://www.foodmagazinebd.com
  • প্রচ্ছদ
  • রেসিপি
  • খাদ্য ও পুষ্টি
  • টিপস্‌
  • ভিডিও
  • রেস্তোরাঁ
  • ফুড নিউজ
  • আঞ্চলিক
  • English
  • প্রচ্ছদ
  • রেসিপি
  • খাদ্য ও পুষ্টি
  • টিপস্‌
  • ভিডিও
  • রেস্তোরাঁ
  • ফুড নিউজ
  • আঞ্চলিক
  • English
  • প্রচ্ছদ
  • রেসিপি
  • খাদ্য ও পুষ্টি
  • টিপস্‌
  • ভিডিও
  • রেস্তোরাঁ
  • ফুড নিউজ
  • আঞ্চলিক
  • English
  • Home
  • Food News

Food News

মাত্র ২০ মিনিটে বানিয়ে নিন মুচমুচে আলুর চিপস

  • Food News
  • ফিচার
  • ফুড রেসিপি

 

পটেটো চিপস কমবেশি আমাদের সবারই পছন্দের। আমরা বাইরে থেকে সবসময় কিনে না খেয়ে অল্প উপকরণ দিয়ে বাসাতেই বানাতে পারি মুচমুচে আলুর চিপস! আর বাচ্চারা তো চিপস খাওয়ার জন্য বায়না করেই, তাই না? স্ন্যাকস হিসাবে এটি বানিয়ে দিতে পারেন খুব কম সময়ে! অনেকে রোদে শুকিয়ে আলুর চিপস তৈরি করেন, পরে সেটা ভেজে নেন। এতে সময় বেশি লাগে, আবার সবার জন্য রোদে শুকিয়ে নেওয়ার অপশনও থাকে না। মুচমুচে আলুর চিপস কীভাবে তৈরি করবেন, সেটা জেনে নিন তাহলে।

উপকরণ ?

* আলু বড় সাইজের- ২টি
* বিট লবণ- ১/২ চা চামচ
* মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
* লবণ- ১ চা চামচ
* টেস্টিং সল্ট- ১ চিমটি
* তেল- ভাজার জন্য

কীভাবে বানাবেন মুচমুচে আলুর চিপস?

১) প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে ( গোল শেইপ হবে ) কেটে নিন। ছুরি দিয়ে বা গ্রেটারের সাহায্যে কাটতে পারেন।

২) এবার ঠান্ডা পানির মধ্যে লবণ দিয়ে দিন ও কেটে রাখা আলুর স্লাইসগুলো ডুবিয়ে রাখুন ৫ মিনিটের জন্য।

৩) আলুর টুকরোগুলো কিচেন টিস্যুতে রেখে পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

৪) অন্যদিকে একটি বড় প্যানে তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হলে আলুর চিপসগুলো ছেড়ে দিন।

৫) চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে তুলে নিন।

৬) এবার বিট লবণ, মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট এবং নরমাল লবণ নিয়ে একসাথে মিশিয়ে নিন এবং চিপসের উপর ছড়িয়ে দিন ভালোভাবে। প্রতিটা চিপসে যেন মসলার কোটিং হয়, সেটা খেয়াল রাখবেন।

২০ মিনিটের মধ্যেই মজাদার মুচমুচে আলুর চিপস তৈরি হয়ে গেলো! চাইলে এতে চাট মসলাও যোগ করতে পারেন, এতে আরও ভালো লাগবে খেতে।

Thank you for reading!

Food Magazine

January 31, 2023
Like 0
Read More
Comment
2 Views

পিকনিকের খাবারের মেনু কেমন হলে ভাল? মাথায় রাখুন কিছু বিষয়

  • Food News
  • ফিচার
  • ফুড রেসিপি
  • স্নাক্সস

 

এখন শীতকাল আর এই শীতে আমাদের মনে জাগে নানান রকম আনন্দের ছোঁয়া। তবে আরও একটা কারণেও কিন্তু শীতের মৌসুম আসার অপেক্ষায় থাকে অনেকে, সেটা কী জানেন ? বলছি পিকনিকের কথা। শীতকাল আসবে, আর বন্ধুরা মিলে কিংবা পরিবারের সবাইকে নিয়ে কোনও পিকনিকের আয়োজন করা হবে না, তা কি হয়। না, একদমই হয় না! তাহলে আমরা জেনে নিতে পারি পিকনিকের খাবারের মেনু কেমন হলে ভালো হবে।

১) ট্রাভেল টাইম

কতদূরে আপনার পিকনিক স্পট, সেখানে পৌঁঁছতে কতক্ষণ সময় লাগবে, সেটা আগে হিসেব করে নিন। কারণ যদি তাড়াতাড়ি পৌঁছে যান, তাহলে স্পটে গিয়েই জলখাবার খাওয়া হবে। আর নাহলে খেয়ে নিতে হবে যাওয়ার পথেই। ঠিক তেমন ভাবেই পৌঁছতে বেশি সময় লাগলে বেশি আইটেম রান্না করাও সম্ভব হবে না।

২) রান্না হবে নাকি অর্ডার করবেন

পিকনিক মানে একসঙ্গে হুল্লোড়। বেশিরভাগ সময়ই পিকনিকে গিয়ে কোমরে গামছা বেঁধে রান্না করার ছবিটা বাঙালিদের মধ্যে বেশি দেখা যায়। আবার অনেকে একসঙ্গে কোনও একটা বাগান বাড়ি বা পার্কে গিয়ে হুল্লোড় করেন। আর ঠিক সময়ে চলে আসে অর্ডার করা খাবার।

রান্নাটা লিস্ট থেকে বাদ দেন কোনও কোনও গ্রুপ। আপনার পিকনিকটা কোন ধরনের, সেটা ঠিক করুন আগে। অর্থাৎ স্পটে গিয়ে রান্না করবেন নাকি খাবার অর্ডার করবেন, সেই ডিসিশন নিয়ে নিন আগেই।

৩) কারা যাচ্ছেন 

আপনাদের গ্রুপে কতজন অ্যাডাল্ট থাকছেন, আর কতজন শিশু সেই হিসেব মাথায় রেখে মেনু সেট করতে হবে। কারণ শিশুর সংখ্যা বেশি থাকলে, তাদের জন্য কম ঝালের রান্না বা হালকা রান্নার ব্যবস্থা রাখতে হবে। আবার দলে টিনএজার বেশি থাকলে তাদের পছন্দ মতো রাখতে হবে স্পাইসি ফুড।

আপনাদের দলের কারও কোনও খাবারে অ্যালার্জি রয়েছে কিনা, তা জেনে নিন আগে থেকেই। তার একটা লিস্ট করুন। মেনুতে যাতে সেই ধরনের খাবার না থাকে, সেটা খেয়াল রাখা জরুরি।

৪) স্ন্যাক্স

মেনকোর্সের পাশাপাশি প্রপার স্ন্যাক্সের ব্যবস্থাও রাখুন পিকনিকে। কারণ পিকনিক মানেই পানীয়র ব্যবস্থা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেখানে স্ন্যাক্স লাগবে। আবার যারা পানীয়তে আগ্রহী নন, তাদেরও আলাদা রিফ্রেশমেন্টের প্রয়োজন হবে। ফলে মেনকোর্স সেট করতে গিয়ে স্ন্যাক্সের কথাটা ভুলে গেলে চলবে না।

৫) পছন্দ-অপছন্দ

আপনি হয়তো পিকনিকে গিয়ে মাংস-ভাত খেতে ভালবাসেন। আপনার দলের হয়তো আরও তিনজনের সেটাই পছন্দ। কিন্তু বেশিরভাগের পছন্দ চাইনিজ খাবার। তাই যারা পিকনিকে যাচ্ছেন, তাদের বেশিরভাগের কোন খাবার পছন্দ সেটা জেনে নিয়ে মেনু ঠিক করুন।

 

 

Thank you for reading!

Food Magazine

January 7, 2023
Like 0
Read More
Comment
7 Views

কলকাতা স্টাইলে এগ রোল রেসিপি

  • Food News
  • টিপস্‌
  • ফুড রেসিপি

 

এগরোল আমরা অনেকেই খেয়ে থাকি এবং ভালবাসি। স্ট্রিট ফুড এর মধ্যে অন্যতম হলো এগ রোল।

সব রাস্তার স্টল, রেস্তোরাঁ তে কম দামেই পাওয়া যাই এগ রোল।

আজকে আমরা জেনে নিব কিভাবে সুস্বাদু এগ রোল ঘরে বসে বানাতে হয়।চলুন তাহলে দেখে আসি কিভাবে বানাবো।

সরঞ্জাম

  • ১ কড়াই
  • ১ ইনডাকশন কুকটপ

উপকরণ

পরোটার জন্য

  • ২৫০ গ্রাম ময়দা
  • নুন
  • চিনি
  • ১০-১২ গ্রাম সাদা তেল
  • গরম জল

পুরের জন্য

  • ৩ টে ডিম
  • পেয়াঁজ কুচি
  • কাঁচা লঙ্কা কুচি
  • গন্ধরাজ বা পাতি লেবু
  • চাট মশলা
  • বিটনুন
  • গোলমরিচ গুঁড়ো

 

পরোটা বানিয়ে নিন

  1. পরোটা বানানোর জন্য প্রথমে আপনাকে নিতে হবে একটি পাত্রে ময়দা, চিনি, নুন দালদা বা রিফাইনড তেল।
  2. সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে মাখতে থাকুন।
  3. তারপরে ভাল করে মেখে গরম জলের সাথে মিশিয়ে ৭ থেকে ১০ মিনিট ডলতে থাকুন যতক্ষন না ময়দার দলা নরম হচ্ছে।
  4. এরপর ময়দার উপর থেকে একটি তেলের কোটিং দিয়ে দিন।
  5. এরপর পাত্রের উপর ধাক্কা দিয়ে ৩০ মিনিটের মত আলাদা করে রাখুন।

পরোটা ভেজে নিন

  1. এরপর ময়দা থেকে লেচি কেটে তেল ও ময়দা দিয়ে পরোটার আকারে গড়ে নিন।
  2. অপরদিকে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিন এবং তার মধ্যে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, নুন, এবং কালো মরিচ দিয়ে দিন।
  3. এবার ফ্রাইংপ্যানে চার চামচ তেল দিন এবং ভাল করে করকরে করে ভেজে দিন।
  4. পরোটা ভাল করে ঘুরিয়ে এবং উল্টে পাল্টে ভাজবেন।
  5. মনে রাখবেন পরোটার ধারগুলো যাতে ভালো করে ভাজা হয়।
  6. এরপর পরোটার উপর ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিন।
  7. তারপর পরোটায় ডিমের সাইডটা উল্টে একটু ভালো করে ভেজে নিন।
  8. এগ রোল বানিয়ে নিন
    1. এরপর পরোটার মধ্যে সমস্ত সবজি গুলো দিয়ে তার ওপরে ছড়িয়ে দিয়ে চাট মসলা, বিট নুন এবং গোলমরিচ গুঁড়ো।
    2. আপনারা যদি চান তাহলে টমেটো কেচাপ ও চিলি সস ও দিতে পারেন একটু মসলাদার বানানোর জন্য।
    3. এর উপর পাতি লেবুর রস দিয়ে দিন।
    4. পরোটা টিকে ভালো করে রোল করে দিন এবং খেয়াল রাখবেন যাতে কোন সবজি পরোটা থেকে বেরিয়ে না যায়।
    5. পরোটা ভালো করে রোল করে নেওয়ার পরে ২/৩ অংশ কাগজে মুড়িয়ে দিন।
    6. তাহলেই তৈরী হয়ে গেলো কলকাতা স্টাইলে এগ রোল।

     

Thank you for reading!

Food Magazine

January 3, 2023
Like 0
Read More
Comment
6 Views

Chicken Momo Recipe

  • English
  • Food News
If there is anything that makes cold winters warm, its juicy and flavorsome momos filled with tender chicken and spices that salivate your mouth wanting for more ! It's a...

Food Magazine

November 27, 2022
Like 0
Read More
Comment
4 Views

সকালে স্বাস্থ্যকর নাস্তা

  • Food News
  • টিপস্‌
  • ফিচার
সকালের নাস্তায় আটার রুটি রাখা খুবই ভালো। সবজি, ভাজি, ডিম বা ঝোলের তরকারি বা কলা দিয়ে আটার রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

Food Magazine

October 23, 2022
Like 0
Read More
Comment
1 Views

আলুর দম রান্নার রেসিপি

  • Food News
  • ঘরোয়া খাবার
  • স্পেশাল

যে কোন দিনেই বাঙালির একবেলার খাবার হিসেবে লুচি আলুর দম দারুণ জনপ্রিয়। এই শৌখিন খাবারটা অবাঙালির পুরি ও দম আলুর বাঙালি রুপ বলতে পারেন। বাঙালিদের জন্য পুরিটা হয় ময়দা,আর আলুর দমে দেওয়া বাঙালি গরম মশলা পদটার স্বাদটাই আলাদা করে দেয়। খাটনি ও সময় দুটোই লাগে এটা বানাতে,কিন্তু এর যা স্বাদ,তার জন্যে এইটুকু খাটনি মেনে নেওয়াই যায়।

দেখে আসি কিভাবে বানাবো…

সামান্য লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে অল্প তেলে বাদামি করে ভেজে নিন। এবার এই প্যানেই পরিমাণ মতো তেল দিয়ে গরম করে গোটা মসলাগুলো ফোঁড়ন দিন ও পেঁয়াজ-কুচি দিয়ে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে, পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে
দিন। এবার সব গুঁড়া মসলা ও সামান্য পানি দিন।

উপকরন….

আলু আধা কেজি মত
পেয়াজ বাটা ( ৩-৪ টি পেয়াজের বাটা )
আদা বাটা এক চা চামুচ
রসুন বাটা এক চা চামুচ
জিরা গুড়া বা জিরা বাটা
পাঁচ ফোড়ন ১.৫ চামুচ
আস্ত কাচা মরিচ ৫-৭ টি
হলুদ ও গুড়া মরিচ
তেল ও লবন
গরম মসলা
২ চামুচ চিনি
২টি দারুচিনি।

তৈরি হয়ে গেছে আপনার মজাদার আলুর দম। এবার লুচি কিংবা পুরির সাথে পরিবেশন করুন গরম গরম আলুর দম । এটি ভাতের সাথে সবজি হিসেবেও খেতে পারেন ।

Thank you for reading!

pendora

September 28, 2022
Like 0
Read More
Comment
3 Views

পুজার স্পেশাল রান্না

  • Food News
  • স্পেশাল

পূজা মানেই নিরামিষ খাবার। পূজার ভোগেও এই খাবারগুলোই দেওয়া হয়। সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে এইদিন রান্না হয় নিরামিষ খিচুড়ি, লাবড়া, বেগুনভাজা, আলু পোস্ত, চাটনি, পায়েস, লুচি, নানা রকম ভাজা। সঙ্গে থাকে তাজা ফল। আজ রইল পূজার ভোগের খিচুড়ি, আলু পোস্ত ও চাটনির রেসিপি।
নিরামিষ খিচুড়ি: ৬ জনের জন্য। সময়: ১ ঘন্টা ১৫ মিনিট।

উপাদান:

  • মুগ ডাল ২০০ গ্রাম
  • গোবিন্দভোগ চাল ২০০ গ্রাম
  • আলু ২০০ গ্রাম
  • ফুলকপি ২০০ গ্রাম
  • টমেটো ১০০ গ্রাম
  • মটরশুঁটি ৮০ গ্রাম
  • জিরা ২ গ্রাম
  • এলাচ ৩ টি
  • তেজপাতা ৪ টি,আদা বাটা ৪০ গ্রাম,নারকেল কোরা ৪০ গ্রাম
  • হলুদ গুড়া ৫ গ্রাম,জিরা গুড়া ৫ গ্রাম,লবণ ২৫ গ্রাম
  • চিনি ৫০ গ্রাম,কাঁচা মরিচ ৫ টি,ঘি ১০ গ্রাম
  • গরম মশলা গুড়া ১/২ চা চামচ,সয়াবিন/ভেজিটেবল/রাইস ব্র্যান/সানফ্লাওয়ার তেল ২০ গ্রাম,সরিষার তেল ১৫ গ্রাম
  • গরম পানি ১.৮ লিটার

প্রস্তুতি:

চাল ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিতে হবে।আলু ও ফুলকপি আনুমানিক ৫ সে. মি. আকারের ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবং টমেটো চার টুকরো করে নিতে হবে। মটরশুঁটি দানা ব্লেন্ড করে নিতে হবে অথবা ফুটন্ত গরম পানিতে দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে ঠাণ্ডা পানিতে ছাড়তে হবে।

পদ্ধতি

চুলায় বড় কড়াই দিয়ে মাঝারি আঁচে গরম করে তাতে শুকনো মুগ ডাল ভেঁজে (টেলে) নিতে হবে। টানা ছয় মিনিট নেড়েচেড়ে ভাঁজুন বা বাদামী হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নাড়া করে দিলে ডাল পুড়ে যেতে পারে।ভাঁজা হয়ে গেলে ডাল ধুয়ে পানি ঝরাতে দিন।এবার কড়াইতে ৫ গ্রামের মত সাদা তেল দিয়ে গরম হলে তাতে চাল দিয়ে ভাঁজতে থাকুন। চার থেকে পাঁচ মিনিট নেড়েচেড়ে ভেজে চাল একটি পাত্রে ঢেলে রাখুন।একই পাত্রে আরও ১৫ গ্রাম তেল দিয়ে গরম করে আলু ভেজে নিন। বাদামি হলে নামিয়ে একই তেলে ফুলকপি দিয়ে ভেজে তুলে রাখুন।একটি ছোট বাটিতে আদা বাটা, হলুদগুড়া আর জিরা গুড়া ৫০ গ্রাম পানি দিয়ে মিশিয়ে নিন। পানি ফুটাতে দিন।

একটি পাত্রে সরিষার তেল দিয়ে মাঝারি আঁচে গরম করতে দিন। তেল গরম হলে তাতে শুকনা মরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি ও জিরা দিন।এবার কোরানো নারকেল দিয়ে প্রায় ৩ মিনিট মত ভাঁজুন।এর মধ্যে এবার মশলার মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে ভাঁজুন। বেশি শুকিয়ে গেলে অল্প গরম পানি দিন।তেল ফুটে উঠলে এতে টমেটো দিয়ে ঢেকে দিন ও মিনিট দুই অপেক্ষা করুন এরপর ঢাকনা তুলে এতে আগে থেকে ভেঁজে রাখা চাল, ডাল ও ২ টি কাঁচা মরিচ দিয়ে দুই মিনিটের মত নাড়তে থাকুন।

এবার এতে ফুটানো গরম পানি ও লবণ দিয়ে ঢেকে পাঁচ মিনিট জ্বাল দিন।পানি ফুটতে শুরু করলে এতে ভাঁজা আলু ও ভাঁজা আলু দিয়ে আরও ১৫ মিনিট মত ঢাকা দিয়ে রান্না করুন। মাঝেমধ্যেই ঢাকনা তুলে নাড়তে ভুলবেন না।১৫ মিনিট পরে এতে চিনি, মটরশুঁটি ও ৩ টি কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করুন। নামানোর আগে ঘি ও গরম মশলা দিয়ে চুলার জ্বাল বন্ধ করে পাত্রে ঢাকা দিন। মিনিট দুই রেখে গরম গরম পরিবেশন করুন মজাদার ভোগের গরম গরম পরিবেশন

Thank you for reading!

Food Magazine

September 28, 2022
Like 0
Read More
Comment
16 Views

ফালুদা বানানোর রেসিপি

  • Food News
  • খাদ্য ও পুষ্টি
  • ফুড রেসিপি

এই সময়ে ফালুদা খেতে সবার অনেক মজা লাগে,আমরা ঘর ছাড়া বাইরেও বিভিন্ন রেস্তোরাঁয় খাইতে যাই ,কিছু উপকরন জানা থাকলে আমরা ঘরে বসে বানাতে পারি মজাদার ফালুদা। চলুন দেখে আসি কিভাবে ফালুদা বানাবো –

এক কাপ দুধ আর চিনি আর ভ্যালিনা দিয়ে ফুটিয়ে ১/৪ কাপ করে রাবরি বানিয়ে নিতে হবে। এবার যে পাত্রে ফালুদা পরিবেশন করা হবে তাতে কিছুটা রুহআফজা সিরাপ নিয়ে সাজিয়ে নিতে হবে।

কিছুটা ভেজানো বেসিল সিড,তারপর ফালুদা নুডলস, তারপর কিছুটা রাবরি,কুচানো ফল,জেলি ড্রাই ফ্রুটস, আইসক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে,এভাবে বানিয়ে খাওয়া শুরু করা যাক ।

Thank you for reading!

pendora

September 18, 2022
Like 0
Read More
Comment
5 Views

অফিসে স্বাস্থ্যকর লাঞ্চ

  • Food News
  • হেল্‌থ টিপস

আমরা সারাদিন অফিসে বসে টানা ৯ থেকে ১০ ঘন্টা কাজ করি।এই রুটিন গুলোর তালিকা গুলো কম বেশি সবার আছে। এই প্রতিদিনের জীবনযাত্রায় কোন ধরনের খাবার রাখবেন লাঞ্চে? তাই নিয়ে আজকের এই ফিচার।

অনেক অফিসে দলবেধে দুপুরে খান সহকর্মীরা। হোক সেটা বাসার বা বাইরে থেকে আনা খাওয়া। এখন অফিসে কি খাবার খাওয়া যায় কিংবা বাসা থেকে কেমন ধরনের খাবার আনা উচিত এটা নিয়ে দ্বিধা দেখা দেয়। আবার রোজ রোজ ভাত বা ভারী খাবার খেলে ওজন মেশিনের কাঁটাও বাড়তে থাকে।এজন্য দুপুরে অফিসে খাবার অবশ্যই হালকা ধরনের হতে হবে।

যে খাবার তাড়াতাড়ি খাওয়া যায় এবং হজম করতে সুবিধা হয়,এমন খাবার খাওয়া উচিত। দুপুরে ভারি কোনো খাবার বা তেল,মসলাযুক্ত খাবার গ্রহনের ফলে কাজ করতে অনেক সময় অসুবিধা হয়। কিন্তু হালকা ধরনের খাবার খেলে কাজ করতে পারা যায়। যারা ভাত খেতে চান অল্প করে ভাত, সবজি এবং ডাল খাওয়া উচিত।

তবে কেউ যদি ভাতের বদলে রুটি সবজি ডাল খেতে পারেন,তাহলে খাবারটা হজম হতে বেশি সুবিধা হয়। অফিসে থাকার সময় সবচেয়ে বেশি যে জিনিসটার ওপর গুরুত্ব দেওয়া উচিত তা হলো দিনে সবারই অন্তত ৪ গ্লাস পানি পান করতে হবে।পানির পাশাপাশি বিভিন্ন ফলের জুস খাওয়া যেতে পারে।

অনেকেই দেখা যায় ক্লান্ত হওয়ার ফলে ঘন ঘন দুধ চা খাচ্ছেন,কিন্তু দুধ চায়ের বদলে গ্রিন টি পান করা বেশি কার্যকর। কাজের ফাঁকে শুকনা ফল বাদাম, আখরোট,কিশমিশ খাওয়া যেতে পারে।এতে ফাস্টফুডও খাওয়া হলো না,ওজন নিয়ে ও চিন্তা ও থাকবে না।

Thank you for reading!

pendora

September 18, 2022
Like 0
Read More
Comment
18 Views

এই শীতে শরীর গরম রাখার জন্য রসুনের আচার খান-

  • Food News
  • আঁচার
  • আচার / চাটনি
  • আঁচার,
  • ফিচার
কত রকম আচারই তো খেয়ে থাকি আমরা। কিন্তু রসুনের আচার কখন খেয়ে দেখেছেন? না খেয়ে থাকলে এবার এই শীতে বানিয়ে এলুন গরম হবার টোটকা।

Food Magazine

December 20, 2021
Like 0
Read More
Comment
1 Views
Next Entries

Advertisement

Categories

English

English

Food News

Food News

অরগানিক ফুড

অরগানিক ফুড

আঁচার

আঁচার

আচার / চাটনি

আচার / চাটনি

আঁচার,

আঁচার,

আঞ্চলিক

আঞ্চলিক

ঈদ রান্না

ঈদ রান্না

কাবাব

কাবাব

কৃষি

কৃষি

খাদ্য ও পুষ্টি

খাদ্য ও পুষ্টি

গর্ভবতী ও গর্ভ পরবর্তী মায়েদের খাবার

গর্ভবতী ও গর্ভ পরবর্তী মায়েদের খাবার

গ্রীষ্মকালের খাবার

গ্রীষ্মকালের খাবার

ঘরোয়া

ঘরোয়া

ঘরোয়া খাবার

ঘরোয়া খাবার

চকলেট আইটেম

চকলেট আইটেম

জন্মদিন এর খাবার

জন্মদিন এর খাবার

ঝটপট তৈরি

ঝটপট তৈরি

টিপস্‌

টিপস্‌

ট্রেন্ডিং

ট্রেন্ডিং

তথ্য

তথ্য

ত্বকের যত্ন

ত্বকের যত্ন

পানীয়

পানীয়

পিঠা

পিঠা

ফিচার

ফিচার

ফুড কারভিং

ফুড কারভিং

ফ্রোজেন

ফ্রোজেন

বাচ্চাদের টিফিন

বাচ্চাদের টিফিন

বিকালের খাবার

বিকালের খাবার

বিদেশি

বিদেশি

বিয়ের রান্না

বিয়ের রান্না

বৃহস্পতিবারের রেসিপি

বৃহস্পতিবারের রেসিপি

বেকিং

বেকিং

ভর্তা

ভর্তা

ভিডিও

ভিডিও

মশলা

মশলা

মাছ আইটেম

মাছ আইটেম

মিষ্টান্ন

মিষ্টান্ন

রোগীর পথ্য

রোগীর পথ্য

লাঞ্চ বক্স

লাঞ্চ বক্স

শিশু খাবার

শিশু খাবার

শীতের যত্নে

শীতের যত্নে

সকালের নাস্তা

সকালের নাস্তা

সস

সস

সালাদ

সালাদ

সুপ

সুপ

সোমবারের কুকিং টিপস

সোমবারের কুকিং টিপস

স্ট্রিট ফুড

স্ট্রিট ফুড

স্নাক্সস

স্নাক্সস

স্পেশাল

স্পেশাল

হেলদি খাবার

হেলদি খাবার

হোটেল এবং রেস্তোরাঁ

হোটেল এবং রেস্তোরাঁ

Popular Recipes

  • ছাঁদে বা বারান্দায় বেলি ফুলের চাষছাঁদে বা বারান্দায় বেলি ফুলের চাষ বেলি ফুল প্রেমিদের জন্য টবে বেলি ফুলের গাছ রোপণ করবে…
  • সরিষার তেল কেন খাবেন এর উপকারিতা কি?সরিষার তেল কেন খাবেন এর উপকারিতা কি? জেনে নিন খাটি সরিষার তেল এর কিছু গুন ।
  • দারুচিনির গুণাগুণ ও উপকারিতাদারুচিনির গুণাগুণ ও উপকারিতা দারুচিনির গুণাগুণ ও উপকারিতা শুনলে অবাক হয়ে যাবেন।

Popular Tags

butter carrot chicken chilli desert egg garlic ginger lemon juice milk. onion pepper. snacks sugar vegetable yogurt আদা আম আলু ইলিশ মাছ গরুর মাংস গাজর চিংড়ি চিকেন চিনি জিরা টক দই টমেটো ডিম দুধ নাস্তা পিঠা পুডিং পেঁয়াজ ভর্তা মরিচ মিষ্টান্ন মিষ্টি মুরগির মাংস ময়দা রসুন লেবুর রস সবজি সালাদ হলুদ
  • Terms and condition
  • Privacy Policy
  • About Us

FOOD MAGAZINE BANGLADESH | ALL RIGHTS RESERVED | © 2019