এখন শীতকাল আর এই শীতের  কুয়াশা ভেজা সকাল ও সন্ধ্যায় পিঠা পুলি বাঙ্গালির বিভিন্ন আয়োজন। কিন্তু নানা ব্যস্ততার কারনে ইচ্ছে থাকলেও এখন অনেকেই ঘরে শীতের পিঠা বানিয়ে খেতে পারেননা বাড়িতে পিঠা বানানোর ঝামেলা এড়াতে অনেকেই স্বাদ মিটাচ্ছে দোকান থেকে পিঠা ক্রয় করে।

তাদের জন্যই নগরীর বিভিন্ন এলাকায় পিঠা বিক্রি করেন অনেকে। শীতের পিঠা বিক্রি করে চলছে অনেকের সংসার,আতপ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা,খোলা পিঠা আর তেলের পিঠা বিক্রি করেন অনেকে। প্রতি পিস ৫ টাকা করে বিক্রি করে দৈনিক হাজার বারোশ টাকা আয় করা যায়।

খোঁজ নিয়ে দেখা গেছে, শহরের বিভিন্ন মোড় ও পাড়া–মহল্লায় হতদরিদ্র ও স্বল্প আয়ের লোকজন গড়ে তুলেছেন শতাধিক পিঠার দোকান। এসব ভ্রাম্যমাণ দোকানে পুরুষদের পাশাপাশি অনেক নারীও পিঠা বিক্রি করছেন। এর মাধ্যমে তারা বাড়তি আয় করতে পারছেন।

(Visited 8 times, 1 visits today)

Thank you for reading!

 

এখন শীতকাল আর এই শীতের  কুয়াশা ভেজা সকাল ও সন্ধ্যায় পিঠা পুলি বাঙ্গালির বিভিন্ন আয়োজন। কিন্তু নানা ব্যস্ততার কারনে ইচ্ছে থাকলেও এখন অনেকেই ঘরে শীতের পিঠা বানিয়ে খেতে পারেননা বাড়িতে পিঠা বানানোর ঝামেলা এড়াতে অনেকেই স্বাদ মিটাচ্ছে দোকান থেকে পিঠা ক্রয় করে।

তাদের জন্যই নগরীর বিভিন্ন এলাকায় পিঠা বিক্রি করেন অনেকে। শীতের পিঠা বিক্রি করে চলছে অনেকের সংসার,আতপ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা,খোলা পিঠা আর তেলের পিঠা বিক্রি করেন অনেকে। প্রতি পিস ৫ টাকা করে বিক্রি করে দৈনিক হাজার বারোশ টাকা আয় করা যায়।

খোঁজ নিয়ে দেখা গেছে, শহরের বিভিন্ন মোড় ও পাড়া–মহল্লায় হতদরিদ্র ও স্বল্প আয়ের লোকজন গড়ে তুলেছেন শতাধিক পিঠার দোকান। এসব ভ্রাম্যমাণ দোকানে পুরুষদের পাশাপাশি অনেক নারীও পিঠা বিক্রি করছেন। এর মাধ্যমে তারা বাড়তি আয় করতে পারছেন।

(Visited 8 times, 1 visits today)

Thank you for reading!