শীতকালে ছাদবাগান পোকামাকড় মুক্ত রাখার উপায় ।
সবজি বাগান প্রেমিদের জন্য ছাদ সবজি বাগান সুরক্ষিত রাখার সহজ কিছু উপায় ।

ইট পাথরের শহরে এখনো শীত নামেনি ,তবুও শহরের এলাকার সবজি বাজার গুলোতে শীতের সবজির মেলা বসেছে। এই সবজিগুলো উৎপাদন থেকে শুরু করে সরবরাহ ও বাজারজাতকরণ প্রক্রিয়া কতটা রাসায়নিক মুক্ত ও স্বাস্থ্যকর তা নিয়ে একটি সন্দেহ থেকে যায়। তাই শহরের অনেকেই নিজ বাড়ির ছাদে বিষমুক্ত সবজি চাষ করে থাকে। আবার অনেকে শখে চাষ করে ।

বাংলাদেশে অক্টোবর-নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই শীতকালের প্রভাব থাকে। এসময় গাজর, ফুলকপি ,টমেটো ,মুলা, বেগুন, লাউ, পালং শাক ইত্যাদি সবজি উৎপাদিত হয়। শীতের সবজি চাষে বর্তমানে শহরের অনেকেরই উৎসাহ দেখা যাচ্ছে। এবং ফলনও ভালো হচ্ছে। কিন্তু এর পাশাপাশি এই সবজি গুলো কিভাবে পোকামাকড় , পিঁপড়া এবং পাখি থেকে রক্ষা করা যায় সে নিয়ে অনেকেই চিন্তিত। তাই তাদের জন্য আমাদের আজকের বিষয়।

প্রায় সময় দেখা যায় বিভিন্ন প্রকার পাখি, পিপড়া শামুক, পোকা শাকসবজি ও ফল নষ্ট করে ফেলে। বিশেষ করে চারা নষ্ট করে ফেলে। তাই এর জন্য হেপ্টোক্লোর–৪০ পরিমাণমতো দিয়ে পিঁপড়া ,মাকড়সা ,পোকামাকড় দমন করা যায়। এছাড়া পাখির হাত থেকে আপনার গাছ বাঁচাতে টবের ওপর তার বা নাইলনের জাল দিয়ে ঢেকে দিতে পারেন। অনেক সময় দেখা যায় টবের মাটিতে বীজ বপনের আগে বিভিন্ন আগাছা জন্মাতে থাকে। আগাছাগুলো খুঁচিয়ে তুলে ফেলুন। টবে চারা জন্মালে চারার গোড়ায় যেন আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখবেন। গাছ যাতে সঠিক পরিমাণে আলো-বাতাস পায় সেদিকে লক্ষ রাখতে হবে এবং টব সঠিক জায়গায় স্থাপন করতে হবে। তবে অতিরিক্ত রোদ-ঝড়-বৃষ্টিতে কে টব সাময়িকভাবে নিরাপদ স্থানে রাখতে হবে। সবজি বেশি দিন গাছে রেখে পোক্ত না করে নরম থাকতেই তুলে খাওয়া ভালো। এতে করে সবজি যেমন নরম খাওয়া যায় তেমনি গাছেও আরো বেশি সবজি আসে।সবজি অবশ্যই গাছ থেকে ছিঁড়ে সংগ্রহ করা যাবে না আস্তে করে কেচি দিয়ে কেটে সংগ্রহ করতে হবে তাহলে সবজির গাছের কোন ক্ষতি হবে না।

ইন্টারনেট থেকে সংগ্রহীত।
Thank you for reading!