বৃষ্টির পানি খাওয়া বিপদজনক

পানির অপর নাম জীবন। শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে পানি অপরিহার্য। সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি পান করা আবশ্যক।বিশুদ্ধ ও ব্যবহার উপযোগী পানি হিসেবে যেসব উৎস বিবেচনা করা হয়, সেগুলোর অন্যতম বৃষ্টির পানি।
বৃষ্টির পানিতে রয়েছে প্রাকৃতিক খনিজ যা স্বাস্থ্যর জন্য খুব উপকারি।কিন্তু এটা পতনের সময় এতে কিছু ময়লা যুক্ত হয়ে যায় তাই পান করার আগে এইটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে।বৃষ্টির পানি শুধু মানুষের জন্য যে উপকারি তা নয়, প্রাণী, চারাগাছ এবং বৃক্ষের বেড়ে উঠার জন্য বৃষ্টির পানির প্রয়োজন রয়েছে। বৃষ্টির পানি ফসল উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে।
বৃষ্টির পানি আমাদের বিভিন্ন উপকারে আসলেও বৃষ্টির পানি সব সময় আমাদের জন্য নিরাপদ নয়।তাহলে এবার কিছু কারন জেনে নেওয়া যাক।
বৃষ্টি মাটিতে পড়ার আগে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে, তাই এটি বাতাসের যে কোনো দূষক ধারণ করতে পারে। বায়ুমণ্ডলে ধুলোবালি এবং অনেক ক্ষতিকর পদার্থ থাকে যেগুলো বৃষ্টির ফোঁটার সঙ্গে সহজেই মিশে যেতে পারে। যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বায়ুদূষণ বেশি এমন এলাকার বৃষ্টির পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পৃথিবীতে দূষণ বৃদ্ধির জন্য বৃষ্টির পানিও এখন ভয়ানক ভাবে দূষিত। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সব প্রান্তে বৃষ্টির পানিতে ক্ষতিকর পিএফএএস রাসায়নিক পাওয়া যাচ্ছে। আর এই রাসায়নিকের মাত্রা এমন মাত্রায় পাওয়া যাচ্ছে, যা আর পানের জন্য নিরাপদ নয়।
এ ছাড়া নারীর গর্ভধারণ ক্ষমতা, শিশু বেড়ে ওঠা ধীর হওয়া, স্থূলতা, কোলেস্টেরল বৃদ্ধি ও বিভিন্ন ক্যানসারের জন্যও দায়ী এই রাসায়নিক।এই রাসায়নিক একবার পাকস্থলীতে প্রবেশ করলে সেটি আর শরীর থেকে বের হয় না।
অর্থাৎ, বৃষ্টির পানি সব সময় যে আমাদের জন্য উপকারি হবে তা নয়। এটি আমাদের উপকারের পাশাপাশি অপকারও করে থাকে।তাই বৃষ্টির পানি সব সময় নিরাপদ নয়।
Thank you for reading!