বাগানের জন্য কিছু সরঞ্জাম।

আমরা শখের বশে বাগান করি বা বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগান করে থাকি। আমাদের এই শখের প্রিয় বাগান তৈরি করার জন্য করতে হয় অনেক কিছু। বাগান করতে কিছু সরঞ্জামাদি লাগে যা আমাদের বাগান করার কাজকে করে তুলে অনেক সহজ।
গার্ডেন গ্লাভস
অনেকে আছেন বাগানে গ্লাভস ছাড়াই কাজ করতে পছন্দ করেন, নিয়মিত বাগান কাজ করার ফলে আপনার হাত কেটে যাওয়া, ফুসকুড়ি, ফোসকা পরা স্বাভাবিক। বাগানের গ্লাভস পরার অনেক সুবিধা আছে। গ্লাভস ব্যবহারে হাতে ফোসকা পরবে না, হাত কাটার সম্ভাবনাও নেই। এছাড়া অন্যান্য সরঞ্জাম এবং ধারালো জিনিস এবং বিভিন্ন আগাছা থেকে আপনার হাত প্রতিরোধ করবে গ্লাভস। কাঁটাযুক্ত বিভিন্ন গাছ বা গোলাপ ছাঁটাই করার সময় গ্লাভস আপনার হাতকে রক্ষা করবে স্ক্র্যাচ এবং স্ক্র্যাপিং থেকে।
নিড়ানি
নিড়ানি বাগানের জন্য খুবই দরকারি একটি সরঞ্জাম। যা প্রাচীনকাল থেকে কৃষি কাজে ব্যবহার হয়ে আসছে। মাটির আগাছা পরিষ্কার, মাটি সরানোর কাজে ব্যবহার করা যায় নিড়ানি। মাটিতে বীজ বা বাল্ব রোপণের জন্য অগভীর মাটি খনন করতে ব্যবহার করা হয়।
গার্ডেন কাঁচি
বাগানে গার্ডেন কাঁচির ব্যবহার অনেক। গাছের মরা পাতা বা ডাল কাটতে গার্ডেন কাঁচির জুড়ী নেই। অনেক সময় বাগানের ফুল বা ফল ছিঁড়তে গিয়ে তাজা ডাল ও পাতা ছিঁড়ে যায় তাই এসব কাজের জন্য গার্ডেন কাঁচি ব্যবহার করা হয়। বনসাই এবং অন্যান্য গাছের সৌন্দর্য বৃদ্ধিতে নির্দিষ্ট আকৃতি দেয়ার জন্য গার্ডেন কাঁচি ব্যবহার করা যায়।
প্রুনিং ছুরি
চারা গাছ বা লতানো গাছের কান্ড বা লতা কাটতে প্রুনিং ছুরি ব্যবহার করা যায়। প্রুনিংয়ের ছুরির আরেকটি ব্যবহার হল ডাল কেটে যাওয়ার পরে ঝুলন্ত বাকলের টুকরো পরিষ্কার করা। উদ্ভিদের গঠন ও সাইজ ঠিক রাখার জন্য প্রুনিং ছুরি ব্যবহৃত হয়।
স্প্রেয়ার
স্প্রেয়ার হল পানি বা পানি জাতীয় তরল স্প্রে করতে ব্যবহার করা হয় এমন একটি ডিভাইস। মাটিতে বা গাছের টবে পানি দেয়ার পাশাপাশি গাছে বিভিন্ন কীটনাশক ও পুষ্টির জন্য গাছে সার ও স্প্রেয়ার দিয়ে দেয়া যায় সহজেই।
ইন্টারনেট থেকে সংগ্রহীত।
Thank you for reading!