প্লাস্টিক খেকো মাশরুম !

দিন দিন পৃথিবীতে প্লাস্টিক দূষণ বেড়েই চলেছে । স্থল কিংবা জল ভাগ কোনটি রেহায় পায় নি দূষণ থেকে। ১৯৫০ সাল থেকে এ পর্যন্ত ৯ বিলিয়ন টন বা ৮১৬ মিলিয়ন কিলোগ্রাম প্লাস্টিক তৈরি হয়েছে।এর মধ্যে মাত্র ৯ শতাংশ পুড়ে ছাই হয়েছে বাকি গুলো পোড়ানো যায় নি।
প্লাস্টিক সামগ্রীর শেষ আশ্রয়স্থল হচ্ছে সমুদ্র। সামুদ্রিক পরিবেশ প্লাস্টিক এর জন্য মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং সেখানকার অসহায় প্রানী গুলো মারা যাচ্ছে। প্লাস্টিক পচে যেতে ১৫ থেকে ১০০০ বছর সময় লাগে।গবেষণায় দেখা গেছে সমুদ্রের প্রতি এক বর্গ কিলোমিটার এলাকায় ১০০ গ্রাম করে প্লাস্টিক বর্জ্য ভেসে থাকে।
এমন অবস্থায় পরিবেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে নতুন এক প্রজাতির মাশরুম। নতুন আবিষ্কৃত এই মাশরুম এর খাবার প্লাস্টিক।মাশরুম টির নাম পেস্টালোটিওপিস মাইক্রোস্পোরা। এটি প্লাস্টিকের উপাদান পলিউরেথেন খেয়ে জৈব পদার্থে রূপান্তর করে।পরিবেশবিদরা মনে করেন মাশরুম টি যদি প্লাস্টিকের বর্জ্যের উপর তৈরি করা যায় তবে সেই বর্জ্য জৈব সার হিসেবে ব্যাবহার হবে।
পৃথিবীতে ছত্রাক আছে প্রায় ২০ থেকে ৪০ লাখ প্রজাতির। এই মাশরুম গুলো ব্যাবহার করে ভবিষ্যতে পৃথিবীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা যেতে পারে।ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্লাস্টিক খোর মাশরুমটি আবিষ্কার করেছে।বর্তমানে এটি শুধু আমাজন জঙ্গলে পাওয়া যায়।
যেখানে অক্সিজেনের পরিমান কম সেখানেও এই মাশরুম বেচে থাকে।প্লাস্টিক কে জৈব পদার্থে রূপান্তর করে সেই জৈব পদার্থ থেকে এটি প্রয়োজনীয় অক্সিজেন পায়।এটি প্লাস্টিককে মাত্র দুই সপ্তাহের মধ্যে জৈব পদার্থে রুপান্তরিত করতে পারে।
ইন্টারনেট থেকে সংগ্রহীত ।
Thank you for reading!