টবেই হবে কাঠগোলাপের চাষ।

বাড়ির ছাদে কিংবা বাগানে খুবই সহজেই লাগানো যেতে পারে কাঠগোলাপ। সাদা অথবা লাল কিংবা হলুদ রঙের হয়ে থাকে এই ফুলগুলো। তবে যাদের বাগান নেই তারা ছোট্ট টবের মধ্যে লাগাতে পারেন কাঠগোলাপ।
কাঠগোলাপ কাদামাটিতে চাষ করা যায় তবে দোআঁশ মাটিতে এর চাষ সবচেয়ে ভাল হয় । তবে টবে মাটি তৈরির জন্য এক ভাগ সাধারণ মাটি, এক ভাগ বালি, এক ভাগ গোবর সার এবং এক চামচ সুপার ফসফেট ভালো করে মিশিয়ে নিতে হবে। টবে কাঠ গোলাপ লাগানোর জন্য ১২ ইঞ্চি টব নিতে হবে, টবে পানি নিস্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে। যেন টবে পানি না জমে থাকে।
মাটি তৈরি হয়ে গেলে নার্সারি থেকে কোন ভাল জাতের কাঠগোলাপ চারা কিনে এনে টবে লাগাতে পারবেন। এই গাছ সহজেই কিনতে পাওয়া যায়। এই গাছের ডাল থেকেও নতুন গাছ হয়, একটা ভালো সুস্থ গাছের ডাল টবের মাটিতে পুঁতে দিলে কিছুদিন পরে ডাল থেকে পাতা বের হবে। বসন্তের শেষে বা গ্রীষ্মের শুরুতে আপনার কাঠের গোলাপের বীজ বপন করলে বীজ থেকে গাছ সহজেই বৃদ্ধি পায়। এই গাছে অনেক পরিমাণে পানি লাগে তবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন একেবারেই না পানি না জমে। ১৫-২০ দিন পর পর মাটিতে অল্প পরিমাণে সুপার ফসফেট দিতে পারেন, এতে গাছের বৃদ্ধি ভালো হবে।
শীতকালে গাছের হলুদ মরা পাতা ফেলে দিতে হবে। এই গাছে সাদা সাদা স্পাইডার মাইটস হয়, এর জন্য নিমের তেল বা সাবান পানি গাছের পাতায় দিতে পারেন, তবে এগুলো যেন গাছের মাটিতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
Thank you for reading!