কিভাবে পরিষ্কার করবেন রান্না ঘরের এগজস্ট ফ্যান?

আমাদের রান্না ঘরে রান্না করার সময় বাতাসের জলীয় বাষ্পের সাথে রান্নার ধুয়ো মিশে এক ধ’রনের আঠালো ভাব তৈরি করে। ফলে রান্নাঘরের দেয়াল ও অন্যান্য জিনিসপত্র তেল চিটচিটে হয়ে যায়।এগজস্ট ফ্যান এই তেল চিটচিটে ভাব দূ’র করে ।
এগজস্ট ফ্যান রান্নাঘরের গরম বাতাস বাইরে বের করে দিয়ে রান্নাঘরকে ঠাণ্ডা রাখে এবং তেল চিটচিটে ভাবটাও কম হয়। রান্না ঘরের মসলা যুক্ত ধুঁয়া বাইরে বের করার সময় এগজস্ট ফ্যানটি তেল চিটচিটে হয়ে যায়। তাই এগজস্ট ফ্যান প্রতি মাসে একবার পরিষ্কার করতে হয়। প্রতি মাসে একবার পরিষ্কার না করা হলে ফ্যানে অনেক তেল ও ময়লা জড়িয়ে যায়। ফলে পরিষ্কার করা অনেক কষ্টকর হয়ে যায়।
পরিষ্কারের উপায়ঃ
দুই টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার, দুই টেবিল চামচ ভিনেগার, একটি লেবুর রস ও এক কাপ পানি একসাথে মিশিয়ে মিশ্রনটি একটি স্প্রে বোতলে ঢেলে নিতে হবে। এবার এই স্প্রে দিয়ে ফ্যানের পাখাগুলোতে স্প্রে করে দুই মিনিট অপেক্ষা করতে হবে ।দুই মিনিট পর ঘষে ঘষে ফ্যান পরিষ্কার করতে হবে। এরপর একটি শুকনো কাপড় দিয়ে ফ্যানটি পরিষ্কার করে নিতে হবে।শক্ত ময়লা থাকলে সেগুলো ব্রাশ ব্যাবহার করে পরিষ্কার করতে হবে।
ইন্টারনেট থেকে সংগ্রহীত।
Thank you for reading!