কম খরচে করুন খরগোশ পালন, আয় করুন অতিরিক্ত
খরগোশ পালন , একটি লাভজনক উদ্যোগ

আমাদের দেশে যে সকল প্রানী পালন করা হয় তার মধ্যে খরগোশ তেমন প্রচলিত নয়। তবে মাংসের চাহিদা মেটানো ও খরগোশের চামড়া থেকে উৎকৃষ্ট পশম বিক্রি করে প্রচুর টাকা আয় করা যেতে পারে ।
যেসব কারণে খরগোশ পালন করবেন
১. খরগোশ পালন করার জন্য প্রাথমিকভাবে খরচ অনেক কম পড়বে
২. এর জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হবে না
৩. খুব অল্প খাদ্য খেয়ে বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত প্রজনন ক্ষমতা হওয়ার কারণে খুব কম সময়ে অনেক আয় করতে পারবেন আপনি।
৪. খরগোশের মাংস সম্পূর্ণরূপে হালাল।
৫. খরগোশের মলমূত্র আপনি সার হিসেবে ব্যবহার করতে পারবেন
৬. খুব বেশি একটা রোগে আক্রান্ত হয় না খরগোশ
৭. খরগোশ এ দেহের হাড়ের চেয়ে মাংসের পরিমাণ বেশি থাকে তাই অনেকে খরগোশের মাংস পছন্দ করেন।
৮. খরগোশের মাংস স্বাস্থ্যকর কারণ এতে কোন নিয়া কোলেস্টেরল থাকেনা। তাই শিশু-বৃদ্ধ রোগী সবাই খেতে পারে খরগোশের মাংস।
৯. খরগোশ সকল ধরনের সবুজ শাকপাতা খায় তাই খরগোশ পালনে খাবারের খরচ অনেক কম হয়।
১০. এটি অনেক শান্ত প্রকৃতির একটি প্রাণী এবং আকৃতি তো মোটামুটি ছোট।
আপনি যদি নিয়মিত আপনার খরগোশের যত্ন নেন এবং কবে পালন করেন তাহলে অল্প দিনে আপনি লাভ করতে পারবেন।
Thank you for reading!