আলু দিয়ে সহজে দুর হবে ডার্ক সার্কেল ।
জেনে নিন কিভাবে আলু ব্যাবহার করবেন ত্বকের যত্নে ।

আলু এমন একটি সবজি যা আমরা প্রতিদিন এক বেলা খেয়ে থাকি । বিশেষ করে বাঙ্গালিদের কাছে এটি অনেক প্রিয় একটি খাবার । আলু ভর্তা থেকে শুরু করে আলু ভাজি সব কিছুই আমাদের প্রিয়।
আলু দিয়ে আপনি যেভাবে দুর করবেন চোখের কালো দাগ বা ডার্ক সার্কেলঃ
আলু কেটে স্লাইস করে তা চোখে দিয়ে রাখি ১০মিনিট পর তা তুলে পানি দিয়ে চোখ দুয়ে ফেলুন ।

এবার আলু কুচি করে ফ্রিজে রেখে তাও ব্যাবহার করতে পারেন । আবার আপনি চাইলে শুধু আলুর রসও তুলায় দিয়ে চোখের চারপাশে ব্যাবহার করতে পারেন ।
এছাড়া ও আলুর রস আপনি মুখে যে কোন দাগ দুর করতে ব্যাবহার করতে পারবেন ।
(Visited 47 times, 1 visits today)
Thank you for reading!