কিচেন কম্পোস্ট বাড়িতে তৈরি সার হিসেবে সুপরিচিত । কিন্তু কিছু কিছু ভুল আপনার সার তৈরিকে কঠিন করে তুলতে পারে । আবার কিছু টিপস এর সাহায্যে তৈরি করতে পারেন উন্নত মানের সার।

জেনে নিন তেমনি কিছু টিপসঃ

কি দিবেন-
 সবজি , ফল এবং এদের খোসা।
 ময়দা এবং ময়সার তৈরি খাবার (রুটি , কেক,নুডুলস)।
 চাল এবং চালজাতীয় হোল গ্রেইন।
 ডিমের খোসা , গুড়া করা।

কি দিবেন না –

• কমলা , লেবু বা সাইট্রাস জাতীয় ফলের খোসা । এদের মাঝে বিদ্যমান এসিড আপনার সার এর পচন প্রক্রিয়ার গতি করে দিবে মন্থর।
• সার তৈরির জন্য প্লাস্টিক এর পাত্র এডিয়ে চলুন ।
• মাংস , হাড় , চর্বি এসব ব্যাবহার করবেন না । এগুলো খুব ধীরে পচনশীল, এছাড়া তৈরি করবে দুর্গন্ধ , আকর্ষন করবে পোকামাকড়।

(Visited 171 times, 1 visits today)

Thank you for reading!

কিচেন কম্পোস্ট বাড়িতে তৈরি সার হিসেবে সুপরিচিত । কিন্তু কিছু কিছু ভুল আপনার সার তৈরিকে কঠিন করে তুলতে পারে । আবার কিছু টিপস এর সাহায্যে তৈরি করতে পারেন উন্নত মানের সার।

জেনে নিন তেমনি কিছু টিপসঃ

কি দিবেন-
 সবজি , ফল এবং এদের খোসা।
 ময়দা এবং ময়সার তৈরি খাবার (রুটি , কেক,নুডুলস)।
 চাল এবং চালজাতীয় হোল গ্রেইন।
 ডিমের খোসা , গুড়া করা।

কি দিবেন না –

• কমলা , লেবু বা সাইট্রাস জাতীয় ফলের খোসা । এদের মাঝে বিদ্যমান এসিড আপনার সার এর পচন প্রক্রিয়ার গতি করে দিবে মন্থর।
• সার তৈরির জন্য প্লাস্টিক এর পাত্র এডিয়ে চলুন ।
• মাংস , হাড় , চর্বি এসব ব্যাবহার করবেন না । এগুলো খুব ধীরে পচনশীল, এছাড়া তৈরি করবে দুর্গন্ধ , আকর্ষন করবে পোকামাকড়।

(Visited 171 times, 1 visits today)

Thank you for reading!

  • Home
  • কৃষি
  • কৃষি কাজে ‘কিচেন কম্পোস্ট’ কি দিবেন, কি দিবেন না