Directions
পালং শাকের সালাদ
তাজা পালং শাক ১ আটি
সাদা তিল ১-১/২ টেবিল চামচ
সয়াসস ১-১/২ টেবিল চামচ
তিলের তেল ২ টেবিল চামচ
- পালংশাক পরিষ্কার করে ধুয়ে পানি ঝারিয়ে নিন। মৃদু আছে ৫ মিনিট ভাপ দিতে হবে
- তিল হালকা টেলে নিন । সয়াসস তিল বেটে নিন তেলের সাথে মিশিয়ে নিন
- পালংশাক ছুড়ি দিয়ে লম্বা কুচি করে নিন । বাটিতে নিয়ে শাকের উপরে তিলের ড্রেসিং ঢেলে দিন।
(Visited 68 times, 1 visits today)
Thank you for reading!