Directions
নেকেই আজকাল শখ করে এক্যুরিয়ামে মাছ পালেন।কিন্ত যেন্তেন ভাবে মাছ পাললে হবে না, করতে হবে পরিচর্যা,মানতে হবে কিছু নিয়ম। নয়তো যত্নের অভাবে মাছ মরে যেতে পারে। রং বেরঙের মাছের ঘুরে বেরানো দেখতে যেমন ভাল লাগে,তেমনি এর পেছনে কিছু শ্রম ও দিতে হবে আপনাকে;
- এক্যুরিয়ামে মাছ রাখার আগে সর্বপ্রথম পানির পরিবেশ যেমন-লবণাক্ততা,তাপমাত্রা,পরিষ্কার পরিচ্ছন্নতা, মাছের সঙ্গখ্যা ইত্যাদি ঠিক করে নিন।কারন এসব কিছুই মাছের সাথে সম্পর্কিত।
- মাছ ছাড়ার পরেই দেখা যায় পাখনায় পচন ধরছে এবং মাছ মারা যাচ্ছে। ময়লত মাছ মারা যাওয়ার প্রধান কারণ চর্মরোগ। এজন্যে বাজারে বিভিন্ন এন্টিসেপটিক সল্যিউশন পাওয়া যায়।সেগুলো কিনে পরিমাণ্মত ব্যবহার কর্রুন।
- এক্যুরিয়ামে অল্প মাছ ছাড়া ভাল,কারোন এদের মলত্যাগে পানির পরিবেশ দূষিত হয়। মাঝারি সাইজের এক্যুরিয়াম হলে ৮-১০টি এবং বড় সাইজের হলে ১৬টির বেশি ছাড়বেন না।
- মাছকে পরিমাণমত এবং অল্প খাবার দিন যা ৫মিনিতে মাছ খেয়ে ফেলতে পারে। বাড়তি খাবার পানি দূষিত করে।
- ১-২ সপ্তাহ পর পানি পরিবর্তন করুন এবং এক্যুরিয়াম পরিষ্কার করুন।
- মাছের অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ তাদের জীবিত থাকার জন্য। বাজারে “পাম্পমেশিন” বা “ফিল্টার” কিনতে পাওয়া যায়। এক্যুরিয়ামে সেটি সেট করুন এবং ২৪ ঘন্টা চালু রাখুন। কিছুক্ষণ চালিয়ে বন্ধ করে দেবেন না।এতে মাছের অক্সিজেনের ঘাটতি হয়ে মাছ মারা যেতে পারে।
- মাছ হাত দিয়ে ধরবেন না,নেট ব্যবহার করুন। বেশি আলো এবং কম তাপমাত্রার লাইট ব্যবহার করুন।
- এক্যুরিয়ামে সজ্জার ক্ষেত্রে পাথর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রজাতির ছর গাছ,বগ,চিঙ্গড়ি, শামুক।
(Visited 72 times, 1 visits today)
Thank you for reading!