মধুর নান রকম উপকারের কথা আমরা জানি। মধু খেলে অনেক রোগ ব্যাধি দূর হয়। চিনির বদলে মধু খেলে ও শরীরের অনেক উপকার হয়। মধু দিয়ে অনেক ভাবে ত্বকের যত্ন নেয়া যায়। মধু দিয়ে ত্বকের যত্নে কিছু ন্যাচারাল প্যাক এর রেসিপি দেয়া হলোঃ

মধুঃ
এক চামচ মধু সরাসরি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে করলে আপনার ত্বকে আসবে ন্যাচারাল উজ্জ্বলতা।

মধু ও দই এর প্যাকঃ
মধু ও দই মিশিয়ে মুখ, হাত, পা এর ত্বকে ব্যবহার করলে ত্বক হবে মসৃন। যাদের রুক্ষ ত্বক এর সমস্যা বা শীতে ত্বক রুক্ষ হয়ে যায় তারা এটি ব্যবহার করতে পারেন।

দুধ ও মধুঃ
দুধ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করলে ত্বকের কালচে ভাব দূর হবে।

পেঁপে ও মধুঃ
রোদে পোরা ভাব কমাতে পাকা পেঁপে চটকে সাথে মধু দিয়ে ত্বকে ব্যবহার করলে আস্তে আস্তে পোরা ভাব চলে যাবে।

এই গুলো ছাড়াও আপনি মধু কলা দিয়ে, চন্দন দিয়ে এবং সাথে যেকোন ফলের রস বা ফল মিশিয়ে ফেস প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারেন এতে আপনার ত্বক হবে মসৃন ও উজ্জ্বল।

ইন্টারনেট থেকে সংগ্রহীত।

(Visited 33 times, 1 visits today)

Thank you for reading!

মধুর নান রকম উপকারের কথা আমরা জানি। মধু খেলে অনেক রোগ ব্যাধি দূর হয়। চিনির বদলে মধু খেলে ও শরীরের অনেক উপকার হয়। মধু দিয়ে অনেক ভাবে ত্বকের যত্ন নেয়া যায়। মধু দিয়ে ত্বকের যত্নে কিছু ন্যাচারাল প্যাক এর রেসিপি দেয়া হলোঃ

মধুঃ
এক চামচ মধু সরাসরি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে করলে আপনার ত্বকে আসবে ন্যাচারাল উজ্জ্বলতা।

মধু ও দই এর প্যাকঃ
মধু ও দই মিশিয়ে মুখ, হাত, পা এর ত্বকে ব্যবহার করলে ত্বক হবে মসৃন। যাদের রুক্ষ ত্বক এর সমস্যা বা শীতে ত্বক রুক্ষ হয়ে যায় তারা এটি ব্যবহার করতে পারেন।

দুধ ও মধুঃ
দুধ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করলে ত্বকের কালচে ভাব দূর হবে।

পেঁপে ও মধুঃ
রোদে পোরা ভাব কমাতে পাকা পেঁপে চটকে সাথে মধু দিয়ে ত্বকে ব্যবহার করলে আস্তে আস্তে পোরা ভাব চলে যাবে।

এই গুলো ছাড়াও আপনি মধু কলা দিয়ে, চন্দন দিয়ে এবং সাথে যেকোন ফলের রস বা ফল মিশিয়ে ফেস প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারেন এতে আপনার ত্বক হবে মসৃন ও উজ্জ্বল।

ইন্টারনেট থেকে সংগ্রহীত।

(Visited 33 times, 1 visits today)

Thank you for reading!