এই সময়ে ফালুদা খেতে সবার অনেক মজা লাগে,আমরা ঘর ছাড়া বাইরেও বিভিন্ন রেস্তোরাঁয় খাইতে যাই ,কিছু উপকরন জানা থাকলে আমরা ঘরে বসে বানাতে পারি মজাদার ফালুদা। চলুন দেখে আসি কিভাবে ফালুদা বানাবো –

এক কাপ দুধ আর চিনি আর ভ্যালিনা দিয়ে ফুটিয়ে ১/৪ কাপ করে রাবরি বানিয়ে নিতে হবে। এবার যে পাত্রে ফালুদা পরিবেশন করা হবে তাতে কিছুটা রুহআফজা সিরাপ নিয়ে সাজিয়ে নিতে হবে।

কিছুটা ভেজানো বেসিল সিড,তারপর ফালুদা নুডলস, তারপর কিছুটা রাবরি,কুচানো ফল,জেলি ড্রাই ফ্রুটস, আইসক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে,এভাবে বানিয়ে খাওয়া শুরু করা যাক ।

(Visited 20 times, 1 visits today)

Thank you for reading!

এই সময়ে ফালুদা খেতে সবার অনেক মজা লাগে,আমরা ঘর ছাড়া বাইরেও বিভিন্ন রেস্তোরাঁয় খাইতে যাই ,কিছু উপকরন জানা থাকলে আমরা ঘরে বসে বানাতে পারি মজাদার ফালুদা। চলুন দেখে আসি কিভাবে ফালুদা বানাবো –

এক কাপ দুধ আর চিনি আর ভ্যালিনা দিয়ে ফুটিয়ে ১/৪ কাপ করে রাবরি বানিয়ে নিতে হবে। এবার যে পাত্রে ফালুদা পরিবেশন করা হবে তাতে কিছুটা রুহআফজা সিরাপ নিয়ে সাজিয়ে নিতে হবে।

কিছুটা ভেজানো বেসিল সিড,তারপর ফালুদা নুডলস, তারপর কিছুটা রাবরি,কুচানো ফল,জেলি ড্রাই ফ্রুটস, আইসক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে,এভাবে বানিয়ে খাওয়া শুরু করা যাক ।

(Visited 20 times, 1 visits today)

Thank you for reading!

  • Home
  • Food News
  • ফালুদা বানানোর রেসিপি