পাউরুটি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি,ছোট বড় সবাই খেয়ে থাকি। কিন্তু জানেন কি এক টুকরা পাউরুটি দিয়ে আমরা বানাতে পারি মজাদার নাস্তা। আমরা সকাল ও বিকালের  নাস্তায় পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিতে পারি মজাদার নাস্ত ,আসুন তাহলে  জেনে নেই পাউরুটির টুকরো থেকে মজাদার নাস্তা কিভাবে বানাই।

ফ্রেঞ্চ টোস্ট

বিকেলের নাস্তায় পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন ফ্রেঞ্চ টোস্ট। পাউরুটির ধারগুলো ফেলে দিন। এবার অন্য একটি পাত্রে ডিম ভেঙে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি দিয়ে ভালো করে ফাটিয়ে নিন। পাউরুটিগুলো ডিমের মিশ্রণে চুবিয়ে নিয়ে ভেজে নিলেই তৈরি ফ্রেঞ্চ টোস্ট।

পাউরুটির চকোলেট বল

খাবারের নাম শুনে বিদেশি মনে হলেও তৈরির পদ্ধতি একেবারে সহজ। কড়াইয়ে পাউরুটি সেঁকে নিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিন। এবার পাউরুটি আর বিস্কুটের গুঁড়ো খানিকটা চকোলেট সস দিয়ে একসঙ্গে মেখে ছোট ছোট লেচি তৈরি করে নিন। লেচির মধ্যে চাইলে আমন্ড কুচি করে দিতে পারেন। অন্য একটি পাত্রে মিল্ক চকোলেট আর সামান্য মাখন মিশিয়ে গলিয়ে নিয়ে পাউরুটির বলে মাখিয়ে ফ্রিজে রেখে দিন। শক্ত হয়ে এলে হোয়াইট চকোলেটের গুঁড়ো ছড়িয়ে গরম কফির সঙ্গে পরিবেশন করুন পাউরুটির চকোলেট বল।

এভাবেই আমরা প্রতিদিন বানাতে পারি মজাদার পাউরুটির নাস্তা,খেতে ও অনেক সুস্বাদু।

 

(Visited 6 times, 1 visits today)

Thank you for reading!

 

পাউরুটি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি,ছোট বড় সবাই খেয়ে থাকি। কিন্তু জানেন কি এক টুকরা পাউরুটি দিয়ে আমরা বানাতে পারি মজাদার নাস্তা। আমরা সকাল ও বিকালের  নাস্তায় পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিতে পারি মজাদার নাস্ত ,আসুন তাহলে  জেনে নেই পাউরুটির টুকরো থেকে মজাদার নাস্তা কিভাবে বানাই।

ফ্রেঞ্চ টোস্ট

বিকেলের নাস্তায় পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন ফ্রেঞ্চ টোস্ট। পাউরুটির ধারগুলো ফেলে দিন। এবার অন্য একটি পাত্রে ডিম ভেঙে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি দিয়ে ভালো করে ফাটিয়ে নিন। পাউরুটিগুলো ডিমের মিশ্রণে চুবিয়ে নিয়ে ভেজে নিলেই তৈরি ফ্রেঞ্চ টোস্ট।

পাউরুটির চকোলেট বল

খাবারের নাম শুনে বিদেশি মনে হলেও তৈরির পদ্ধতি একেবারে সহজ। কড়াইয়ে পাউরুটি সেঁকে নিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিন। এবার পাউরুটি আর বিস্কুটের গুঁড়ো খানিকটা চকোলেট সস দিয়ে একসঙ্গে মেখে ছোট ছোট লেচি তৈরি করে নিন। লেচির মধ্যে চাইলে আমন্ড কুচি করে দিতে পারেন। অন্য একটি পাত্রে মিল্ক চকোলেট আর সামান্য মাখন মিশিয়ে গলিয়ে নিয়ে পাউরুটির বলে মাখিয়ে ফ্রিজে রেখে দিন। শক্ত হয়ে এলে হোয়াইট চকোলেটের গুঁড়ো ছড়িয়ে গরম কফির সঙ্গে পরিবেশন করুন পাউরুটির চকোলেট বল।

এভাবেই আমরা প্রতিদিন বানাতে পারি মজাদার পাউরুটির নাস্তা,খেতে ও অনেক সুস্বাদু।

 

(Visited 6 times, 1 visits today)

Thank you for reading!

  • Home
  • নাস্তা
  • পাউরুটির টুকরো থেকে দারুন নাস্তা