৮২ বছর বয়সের “ইউটিউব স্টার” পুষ্প রানী!!

ইউটিউবে প্রতিদিন বিশ্বের নানাপ্রান্ত থেকে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। এমন অনেকেই আছেন যারা ইউটিউবার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন।বিভিন্ন বয়সের ইউটিউবার রয়েছেন । তরুণ সমাজ এই ইউটিউব এ বেশি জনপ্রিয় হলেও প্রবীণরা যে পিছিয়ে নেই তার জলজ্যান্ত প্রমাণ হিসেবে আছেন ৮২ বছর বয়সী পুষ্প রানী সরকার।
বয়স যে লক্ষ্য পূরণের ক্ষেত্রে কোন বাঁধা নয় তা বুঝিয়ে দিলেন ভারতের বীরভূমের পুষ্প রানী ।বিভিন্ন মুখোরুচক বাঙ্গালী রান্নার ভিডিও ইউটিউবে শেয়ার করে তিনি এখন স্টার। তার চ্যানেলের নাম ‘ভিলফুড’।শুধু ভারতে নয়, তার রান্নার জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ,আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের অনেকেই তার রান্নার ভক্ত।
বর্তমানে তার চ্যানেলের ফলোয়ার ১০ লাখ ৫৪ হাজার। ইউটিউব ২০২০ সালে তার চ্যানেলকে ‘গোল্ড প্লে’ এর সম্মান দিয়েছে । বছরে এই চ্যানেল থেকে ৮ থেকে ১০ লাখ রুপি আয় হচ্ছে ।
২০১৭ সালে তার নাতি সুদীপ সরকার ইউটিউবে হঠাৎ করেই তাকে একটি চ্যানেল খুলে দিয়ে একটি রান্নার ভিডিও পোস্ট করে।পোস্টটি ছিল অতি পরিচিত কুমড়া ফুলের বড়ার রেসিপি।বীরভূমের ইলামবাজার বনভিলার বাসিন্দা পুষ্প গ্রামের সাধারণ খড়ের ছাউনির রান্নাঘরে শীল-পাটায় বাটা মশলায় বাগানের সবজি, পুকুরের মাছ দিয়ে রান্না করেন।তিনি হারিয়ে যাওয়া বিভিন্ন রান্না নিয়ে ভিডিও বানান।তার ছেলের বউ তাকে এই কাজে সাহায্য করেন। সকল প্রকার মাছ ,শাক-সবজি, ডিম, মাংস সব কিছু দিয়ে করা রান্না তিনি ভিডিও করেন।
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
Thank you for reading!