সহজ পদ্ধতিতে শামুক চাষ করে হয়ে উঠুন স্বাবলম্বী
শামুক চাষ করে হয়ে উঠুন লাভবান

সাধারণ বাগান চাষীদের কাছে শামুক একটি সমস্যার নাম। গাছের বিভিন্ন ধরনের ক্ষতি করা সহ পাতা খেয়ে ফেলে শামুক। তবে অনেকেই জানেন না এই শামুকের কিন্তু অনেক চাহিদা আছে অন্য ক্ষেত্রে। বাণিজ্যিকভাবে চাষ করা শামুক থেকে তৈরি করা হয় চুন৷ চুন তৈরীর কাঁচামাল এই হল শামুক৷ এছাড়া সার তৈরি করা হয় শামুক থেকে। মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয় শামুক।
তাই আপনার যদি কোন অব্যবহৃত পুকুর-ডোবা বা জলাশয় থাকে তাহলে শুরু করে দিন শামুক চাষ । এটি খুবই সহজ একটি পদ্ধতি এবং পুঁজির প্রয়োজন হয় খুবই কম। শামুকের প্রজনন ক্ষমতা অনেক বেশি তাই খুব অল্প দিনেই আপনি লাভবান হয়ে উঠবেন।
শামুক চাষ পদ্ধতি – শামুক চাষের জন্য ছোট পুকুর ডোবা নির্বাচন করাই উত্তম। আপনার জলাশয় এর প্রতি ডেসিম্যাল পানির জন্য 1কেজি গোবর , 1 কেজি সরিষার খৈল, ও 250 গ্রাম ইউরিয়া ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরী করে নিন। এই মিশ্রনটিকে এবার চার ভাগে ভাগ করে তিনদিন পর পর এক ভাগ করে পুকুরে ছড়িয়ে দিন। একসময় দেখবেন পুকুরের পানি গাঢ় সবুজ রঙের হয়ে উঠেছে৷ তখনি বুঝবেন পুকুর শামুক চাষের জন্য উপযোগী। এবার আশেপাশের ডোবা-নালা থেকে শামুক কুড়িয়ে এনে পুকুরে ছড়িয়ে দিন। 12 থেকে 15 দিনে শামুক বংশ বিস্তার শুরু করবে৷ 40 দিনের মধ্যে আপনি পূর্ণাঙ্গ শামুক পাবেন। 45 দিন পর শামুক সংগ্রহ করার যোগ্য হয়ে উঠবে।
চাষ করা শামুক সংগ্রহের জন্য একটি বাশ বা কাঠের বড় লাঠি পুকুরে ডুবিয়ে রাখুন। সামগ্রী রয়েছে এতে আটকে যাবে এরপর বাস বা লাঠিটি তুলে ফেলুন।
এভাবেই সামান্যতম পরিশ্রম ও পুঁজি দিয়ে অনেক টাকা আয় করতে পারেন শামুক চাষ এর মাধ্যমে।
Thank you for reading!