যারা নতুন রান্না বান্না করছে, তাঁদের অনেকের কাছেই মসুর ডালের মত সহজ রান্নাও কঠিন লাগে। আসুন জেনে নেই কিভাবে সহজে মসুর ডাল রান্না করা যায়।
ব্যাচেলরদের জনপ্রিয় এই খাবারের রেসিপি দেয়া হল।
যা যা লাগবে
1। মুসুর ডাল – 1 কাপ,
2। হলুদ গুঁড়ো – হাফ চা চামচ,
3। নুন – আন্দাজমত,
4। সর্ষের তেল – 3 টেবিল চামচ,
5। পেয়াঁজ – 1 টি বড় (কুঁচনো)
6। জিরে গুঁড়ো – 1 চিমটি,
7। শুকনো লঙ্কা – 1/2 টি

পদ্ধতি:
1. এক কাপ মুসুর ডাল একটা পাত্রে নিয়ে ভাল করে ধুয়ে নিন।
2. হাঁড়িতে ডাল ঢেলে গ্যাসে বসিয়ে দিন।
3. আধ চামচ হলুদের গুঁড়ো দিন।
4. হাঁড়িতে তিন কাপ জল ঢালুন।
5. হাফ চামচ নুন দিন।
6. গ্যাসের আঁচ বাড়িয়ে দিন।
7. পেয়াঁজ এবং শুকনো লঙ্কা কুচি করে কাটুন।
8. অন্য একটি কড়ইতে অল্প পরিমাণ তেল ঢেলে পেয়াঁজ ভেজে ফেলুন।
9. পেয়াঁজ ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।
10. ডাল ভালভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঘুটে নিন।
11. তেল সহ ভাজা পেয়াঁজ এবং শুকনো লঙ্কা ঢালুন ডালে।
12. আবার ঘুটে নিন।
13. হাল্কা আঁচে গ্যাসে বসিয়ে দিন।
14. 5 মিনিট পর এক চিমটি জিরে গুঁড়ো দিন।
15. কয়েক মিনিট পর নামিয়ে ফেলুন।
16. ইচ্ছে হলে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিন।
ব্যাস! হয়ে গেল।

(Visited 214 times, 1 visits today)

Thank you for reading!

যারা নতুন রান্না বান্না করছে, তাঁদের অনেকের কাছেই মসুর ডালের মত সহজ রান্নাও কঠিন লাগে। আসুন জেনে নেই কিভাবে সহজে মসুর ডাল রান্না করা যায়।
ব্যাচেলরদের জনপ্রিয় এই খাবারের রেসিপি দেয়া হল।
যা যা লাগবে
1। মুসুর ডাল – 1 কাপ,
2। হলুদ গুঁড়ো – হাফ চা চামচ,
3। নুন – আন্দাজমত,
4। সর্ষের তেল – 3 টেবিল চামচ,
5। পেয়াঁজ – 1 টি বড় (কুঁচনো)
6। জিরে গুঁড়ো – 1 চিমটি,
7। শুকনো লঙ্কা – 1/2 টি

পদ্ধতি:
1. এক কাপ মুসুর ডাল একটা পাত্রে নিয়ে ভাল করে ধুয়ে নিন।
2. হাঁড়িতে ডাল ঢেলে গ্যাসে বসিয়ে দিন।
3. আধ চামচ হলুদের গুঁড়ো দিন।
4. হাঁড়িতে তিন কাপ জল ঢালুন।
5. হাফ চামচ নুন দিন।
6. গ্যাসের আঁচ বাড়িয়ে দিন।
7. পেয়াঁজ এবং শুকনো লঙ্কা কুচি করে কাটুন।
8. অন্য একটি কড়ইতে অল্প পরিমাণ তেল ঢেলে পেয়াঁজ ভেজে ফেলুন।
9. পেয়াঁজ ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।
10. ডাল ভালভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঘুটে নিন।
11. তেল সহ ভাজা পেয়াঁজ এবং শুকনো লঙ্কা ঢালুন ডালে।
12. আবার ঘুটে নিন।
13. হাল্কা আঁচে গ্যাসে বসিয়ে দিন।
14. 5 মিনিট পর এক চিমটি জিরে গুঁড়ো দিন।
15. কয়েক মিনিট পর নামিয়ে ফেলুন।
16. ইচ্ছে হলে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিন।
ব্যাস! হয়ে গেল।

(Visited 214 times, 1 visits today)

Thank you for reading!