শুষ্ক ত্বকের যত্নে অলিভ অয়েল
জেনে নিন শুষ্ক ত্বক থেকে রেহাই পাওয়ার সহজ কিছু উপায় ।

শীতের দিনে আমাদের সবার ত্বক কমবেশি রুক্ষ হয়ে যায়। । কিন্তু আপনার ত্বক যদি শুষ্ক হয় সে ক্ষেত্রে আপনার কষ্টের শেষ নেই। এই কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য সহজ ও সাশ্রয়ী একটি উপায় হলো অলিভ অয়েল।

অলিভ অয়েল আপনি আপনার ত্বকে ব্যবহার করলে শীতের দিনে আপনি অনেক উপকার পাবেন। স্নান করার ১৫ থেকে ২০ মিনিট আগে আপনি অলিভ অয়েল পুরো শরীরে লাগিয়ে নিতে পারেন। এরপর কুসুম গরম পানি দিয়ে স্নান করতে পারেন। স্নান করার পর অলিভ অয়েল, ব্রাউন সুগার, মধু মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করতে পারেন। এই স্ক্রাবটি আপনি আপনার পুরো শরীরে গোল গোল করে মালিশ করবেন এতে আপনার ত্বকের শুষ্ক চামড়াগুলো চলে যাবে এবং ত্বক মলিন মনে হবে। স্ক্রাব করা হয়ে গেলে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শরীর ,হাত- পা মুছে ময়েশ্চারাইজার লাগান। শুষ্ক ত্বকের জন্য অলিভ অয়েল খুবই উপকারী । এবং রুক্ষতা থেকে রেহাই দেয়।
Thank you for reading!