শীতে পোষা প্রানীর যত্ন
শীতের আক্রমন থেকে আপনার পোষা প্রানীকে সুরক্ষিত রাখার কিছু টিপস

শীতে সব কিছুর প্রয়োজন একটু এক্সট্রা কেয়ার । এর ব্যতিক্রম নয় আপনার বাড়ির পোষা প্রানীটি । শীতে তাদের ও প্রয়োজন কিছুটা এক্সট্রা কেয়ার এর ।
চলুন দেখে নেই , কিভাবে আপনি আপনার পোষা প্রানীর যত্ন নিতে পারেন এই শীতে-
১। চেষ্টা করুন পোষা প্রানীকে বেশিরভাগ সময় ঘরের ভিতরে রাখতে।
২। কিছু জাতের বিড়াল ব্যতিত যাদের ঘন লোম নেই , সেই সকল কুকুর বা বিড়ালের জন্য উষ্ণতার ব্যবস্থা করুন।
৩। পাখি , বিড়াল বা কুকুর আপনার পোষা সকল প্রানীকেই হালকা কুসুম গরম পানি দিন খাবারের জন্য। কনকনে ঠান্ডা পানি দিবেন না।
৪। শীতে তাদের পর্যাপ্ত পরিমাণ প্রোটিন জাতীয় খাবার সরবরাহ করুন। এতে তারা সুস্থ থাকবে ও রোগ বালাই থেকে দূরে থাকবে।
৫। অবশ্যই পোষা প্রানীর পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। কম সময়ে কুসুম গরম পানিতে গোসল দিন। অথবা ড্রাই ক্লিনিং এর ব্যবস্থা করুন।
৬। শীতের শুরুতে এবং শেষে অবশ্যই তাদের ভেট এর কাছে নিয়ে হেলথ চেক আপ করান
Thank you for reading!