শীতে ত্বকের যত্নে অলিভ অয়েল
শীতে অলিভ অয়ে;ল দিয়ে ত্বকের যত্ন

আসছে শীত এই শীতে আমাদের ত্বকের একটু বেশী যত্ন নেয়া প্রয়োজন তা না হলে আপনি পড়তে পারেন নানা রকম সমস্যাতে। আসুন আজ জেনেনি শীতে অলিভ অয়েলের সাথে ত্বকের যত্ন।
সাধারণত সব রকম ত্বকের জন্যই অলিভ অয়েল উপকারী। অলিভ অয়েলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডান্ট শুধু মুখ নয় পুরা শরীরের যত্ন নেয়। গোসল করার আধা ঘণ্টা আগে শরীরে অলিভ অয়েল মেখে তারপর হালকা গরম পানিতে গোসল করে লাগিয়ে নিন ময়েশ্চরাইজার।
অলিভ অয়েল, ব্রাউন সুগার, আর মধু এমন নিতে হবে যেন ঘন ক্রিমের মতো হয়। এই মিশ্রণটি অল্প অল্প করে নিয়ে হালকা হাতে মালিশ করে শরীরে লাগাতে হবে। এতে শরীরের সব মরা কোষ উঠে যাবে। তারপর গোসল করে ময়েশ্চরাইজার লাগিয়ে নিন।
(Visited 65 times, 1 visits today)
Thank you for reading!