শীতকালে ত্বকের যত্নে কাঁচা হলুদ

শীতকালে আমরা আমাদের ত্বক নিয়ে অনেক চিন্তায় থাকি। কিভাবে শীতকালে ত্বকের কালচে ভাব দূর করা যায় তা নিয়ে কত চিন্তা থাকে আমাদের। এই ত্বকের কালচে ভাব দূর করে ত্বককে ভেতর থেকে ফর্সা করতে কাঁচা হলুদ অনেক উপকারি। তাহলে চলুন জেনে নেই কিভাবে কাঁচা হলুদ দিয়ে ত্বক ভেতর থেকে ফর্সা করবেন –
ব্যবহারবিধিঃ
এক চামচ কাঁচা হলুদ পেস্ট, এক চামচ মুসুরির ডাল পেস্ট, এক চামচ কাঁচা দুধ ভালো ভাবে মিক্স করে একটি প্যাক তৈরি করে নিন। প্যাকটি সম্পূর্ণ ত্বকে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন । শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ভালোভাবে মাসাজ করে ত্বক পরিষ্কার করে নিন। এই প্যাকটি ভালো ফলাফলের জন্য প্রতিদিন ব্যবহার করুন। এতে করে আপনার ত্বকের কালচে ভাব দূর করে ভেতর থেকে ফর্সা করবে।
কার্যকারিতাঃ
১) ত্বক ভিতর থেকে উজ্জ্বল ও ফর্সা করে।
২) ত্বকের কালো দাগ দূর করে।
৩) ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে।
৪) ত্বক ডিপ ক্লিনজিং করে।
৫) ত্বক ভিতর থেকে নরম কোমল ও মসৃণ করে।
Thank you for reading!