শীতকালীন ফুল গাছের যত্ন
শীতকালে সুস্থ সুন্দর ফুল গাছের জন্য কিছু টিপস

শীতকাল “বেডিং ফ্লাওয়ার” লাগানোর উত্তম সময় । এই সময়ে সবচেয়ে বেশি রকমের ফুল ফুটে উঠে আমাদের বাগানে। তবে এই ফুল গাছ গুলো খুবই সেনসিটিভ । চলুন দেখে নেই কিভাবে আপনি নিতে পারেন এই গাছ গুলোর যত্ন –
১। সঠিকভাবে পানি দিন-
পানি সব গাছেই দিতে হয় আমরা সবাই জানি । কিন্তু জানি না সঠিক পদ্ধতি । নার্সারি থেকে আনার পর বা গাছ লাগানোর আগে অবশ্যই ভালোমত পানি দিন। পরবর্তীতে মাটিতে হাত দিয়ে দেখুন প্রয়োজন হলে পানি দিন, না হলে দিবেন না।
২। নিয়মিত খাবার দিন-
জি হ্যা, গাছের ও খাবারের প্রয়োজন আছে। গাছের খাবার হলো সার। পটে বা টবে সীমিত পরিমানে মাটি ও সার থাকে। যখন গাছে ফুল ফুটে ওথে তখন প্রয়োজন হয় এক্সট্রা পুষ্টির । তাই এই সময়ে কিছু দিন পর পর প্রোয়োগ করুন পর্যাপ্ত পরিমানে জৈব ও কম্পোস্ট সার।
৩। নিয়মিত পরিষ্কার করুন-
ফুল বেশি দিন ধরে সজীব থাকে না। কিছুদিন পরেই ফুল তার সজীবতা হারায় এবং মারা যেতে শুরু করে । তাই ফুল পুরোপুরি মারা যাওয়ার আগে ফুল গাছ থেকে তুলে ফেলুন। তাতে গাছের অপ্রয়োজনে শক্তি খরচ করবে না।
আপনার বাগান ভরে উঠুক ফুলে ফুলে এবং সজীবতায়।
Thank you for reading!