শামুক থেকে মুক্তিতে
যারা ছাদ বাগান অথবা বারান্দা বাগান এর সাথে জড়িত তারা সবাই ই কমবেশি শামুক নিয়ে ঝামেলায় পড়েছেন। অতিরিক্ত আর্দ্র আবহাওয়া বা বর্ষাকালে উৎপাত শুরু হয় শামুকের ।
চারার গোড়া , পাতা ইত্যাদি খেয়ে ফেলে এই শামুক ।
তবে এই সমস্যার আছে একটি প্রাকৃতিক সমাধান , ডিমের খোসা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। শুকনো খোসাগুলো এবার হাত দিয়ে ভালোমত ভেঙ্গে গাছের গোড়ায় অথবা মাটীর যতদুর পর্যন্ত শামুক আছে ততদুর পর্যন্ত ছড়িয়ে দিন।
এতে করে নিয়মিত ধারালো ডিমের খোসায় আচড় খেয়ে মারা যাবে শামুক। এভাবে প্রাকৃতিক উপায়ে আপনি মুক্তি পেতে পারেন শামুক থেকে।

(Visited 206 times, 1 visits today)

Thank you for reading!

শামুক থেকে মুক্তিতে
যারা ছাদ বাগান অথবা বারান্দা বাগান এর সাথে জড়িত তারা সবাই ই কমবেশি শামুক নিয়ে ঝামেলায় পড়েছেন। অতিরিক্ত আর্দ্র আবহাওয়া বা বর্ষাকালে উৎপাত শুরু হয় শামুকের ।
চারার গোড়া , পাতা ইত্যাদি খেয়ে ফেলে এই শামুক ।
তবে এই সমস্যার আছে একটি প্রাকৃতিক সমাধান , ডিমের খোসা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। শুকনো খোসাগুলো এবার হাত দিয়ে ভালোমত ভেঙ্গে গাছের গোড়ায় অথবা মাটীর যতদুর পর্যন্ত শামুক আছে ততদুর পর্যন্ত ছড়িয়ে দিন।
এতে করে নিয়মিত ধারালো ডিমের খোসায় আচড় খেয়ে মারা যাবে শামুক। এভাবে প্রাকৃতিক উপায়ে আপনি মুক্তি পেতে পারেন শামুক থেকে।

(Visited 206 times, 1 visits today)

Thank you for reading!