আমাদের অনেকেরই আজকাল ছাদ বাগানে বা টবে আছে লেবু গাছ । তবে বেশিরভাগ ক্ষেত্রে এক সাধারন অভিযোগ পাওয়া যায়, সতেজ গাছেও আসছে না ফল ।
লেবু বা লেবুজাতীয় গাছে অপ্রয়োজনে নাইট্রোজেন জাতীয় সার দেয়া থেকে বিরত থাকুন। এতে গাছ নতুন সতেজ পাতা উৎপাদনে আগ্রহী হবে এবং ফল আসবে না। ফল আনার জন্য গাছের শেকড় ও তার উপরিভাগ এর মাটি এর খেয়াল রাখুন। নিয়মিত কিচেন কম্পোস্ট ও জৈব সার দিন। লেবু ও ল্ববু জাতীয় গাছ (সাইট্রাস প্ল্যান্টস) এর এসিডিক মাটি পছন্দ । মাটির পি এইচ ৫.৫ থেকে ৬ এর মাঝে রাখুন। চারা লাগানোর সময় কিছু টি এস পি দিন। ম্যাগমেশিয়াম লেবু গাছের জন্য প্রয়োজনীয় উপাদান। ১৫ দিন পর পর অনুমদিত মাত্রায় ইপসম লবন এর মিশ্রন স্প্রে করুন। এভাবে যত্ন নিলে পাবেন সবল ও ফলনশীল লেবু গাছ।

(Visited 37 times, 1 visits today)

Thank you for reading!

আমাদের অনেকেরই আজকাল ছাদ বাগানে বা টবে আছে লেবু গাছ । তবে বেশিরভাগ ক্ষেত্রে এক সাধারন অভিযোগ পাওয়া যায়, সতেজ গাছেও আসছে না ফল ।
লেবু বা লেবুজাতীয় গাছে অপ্রয়োজনে নাইট্রোজেন জাতীয় সার দেয়া থেকে বিরত থাকুন। এতে গাছ নতুন সতেজ পাতা উৎপাদনে আগ্রহী হবে এবং ফল আসবে না। ফল আনার জন্য গাছের শেকড় ও তার উপরিভাগ এর মাটি এর খেয়াল রাখুন। নিয়মিত কিচেন কম্পোস্ট ও জৈব সার দিন। লেবু ও ল্ববু জাতীয় গাছ (সাইট্রাস প্ল্যান্টস) এর এসিডিক মাটি পছন্দ । মাটির পি এইচ ৫.৫ থেকে ৬ এর মাঝে রাখুন। চারা লাগানোর সময় কিছু টি এস পি দিন। ম্যাগমেশিয়াম লেবু গাছের জন্য প্রয়োজনীয় উপাদান। ১৫ দিন পর পর অনুমদিত মাত্রায় ইপসম লবন এর মিশ্রন স্প্রে করুন। এভাবে যত্ন নিলে পাবেন সবল ও ফলনশীল লেবু গাছ।

(Visited 37 times, 1 visits today)

Thank you for reading!

  • Home
  • ফিচার
  • লেবু গাছে ফল না আসার কারন ও প্রতিকার