না, মোবাইলের ২জি, ৩জি, ৪জি নয় এটি আসলেও গাছের ২জি ,৩জি , ৪জি ।

লাউ/কুমড়া জাতীয় সবজির ক্ষেত্রে আপনিও অনুসরন করতে পারেন এই পদ্ধতি । গাছের বীজ থেকে প্রথম যে শাখাটি বের হয় সেটি ১জি। এই শাখায় পরবর্তীতে যেসব ফুল হবে তার ৯০ভাগই হবে পুরুষ ফুল। তাই ৫-৬ পাতা হওয়ার পরে গাছের আগা থেকে ১ ইঞ্চি কেটে দিন। এখান থেকে আপনি পাবেন গাছের ২টি শাখা । দ্বিতীয় শাখাটিই হলো ২জি। এই শাখায় আপনি পুরুষ এবং স্ত্রী ফুলের অনুপাত পাবেন ৫০-৫০। একইভাবে করতে পারেন ৪জি যেখানে স্ত্রী ফুল থাকবে আরও বেশি।

এই পদ্ধতি অনুসরনে আপনার গাছে বাড়বে স্ত্রী ফুলের সংখ্যা তাই ফলনও হবে বেশি। গাছের পরিধিও বাড়বে অনেক।

(Visited 73 times, 1 visits today)

Thank you for reading!

না, মোবাইলের ২জি, ৩জি, ৪জি নয় এটি আসলেও গাছের ২জি ,৩জি , ৪জি ।

লাউ/কুমড়া জাতীয় সবজির ক্ষেত্রে আপনিও অনুসরন করতে পারেন এই পদ্ধতি । গাছের বীজ থেকে প্রথম যে শাখাটি বের হয় সেটি ১জি। এই শাখায় পরবর্তীতে যেসব ফুল হবে তার ৯০ভাগই হবে পুরুষ ফুল। তাই ৫-৬ পাতা হওয়ার পরে গাছের আগা থেকে ১ ইঞ্চি কেটে দিন। এখান থেকে আপনি পাবেন গাছের ২টি শাখা । দ্বিতীয় শাখাটিই হলো ২জি। এই শাখায় আপনি পুরুষ এবং স্ত্রী ফুলের অনুপাত পাবেন ৫০-৫০। একইভাবে করতে পারেন ৪জি যেখানে স্ত্রী ফুল থাকবে আরও বেশি।

এই পদ্ধতি অনুসরনে আপনার গাছে বাড়বে স্ত্রী ফুলের সংখ্যা তাই ফলনও হবে বেশি। গাছের পরিধিও বাড়বে অনেক।

(Visited 73 times, 1 visits today)

Thank you for reading!