রেড ভেলভেট কেক

রেড ভেলভেট কেক আমরা কম বেশি সবাই পছন্দ করি ।আজ আমরা দেখবো কিভাবে রেড ভেলভেট কেক বানানো হয়।
উপাদানগুলি?
রেড ভেলভেট কেকের স্পঞ্জ বানানোর জন্য লাগবে?
* ১ কাপ ময়দা
* ১ চা চামচ বেকিং পাউডার
* 1/2 চা চামচ বেকিং সোডা
* 3 টে ডিম
* 1 চা চামচ ভিনিগার
* 1 কাপ গুঁড়ো চিনি
* 1 চা চামচ ভ্যানিলা এসেন্স
* 2 চা চামচ কোকো পাউডার
* 1/4 কাপ সাদা তেল
* 1-2টেবিল চামচ দুধ
* 4-5 ড্রপ রেড ফুড কালার/ বীটের রস
ফ্রস্টিং এর জন্য লাগবে?
* 1 কাপ হুইপড ক্রীম
* 1/2 কাপ ক্রীম চিজ
* 2-3টেবিল চামচ গুঁড়ো চিনি
* 1 চা চামচ ভ্যানিলা এসেন্স
চিনির সিরার জন্য লাগবে?
* 3-4টেবিল চামচ চিনি
* 1/2 কাপ গরম জল (ভাল করে ফুটিয়ে নিতে হবে)
হার্ট সেপ চকলেট বানানোর জন্য লাগবে?
* 1 কাপ হোয়াইট চকলেট গ্রেট করা
* 4-5 ফোঁটা রেড ফুড কালার
* 1 টা চৌকো বাটার পেপার
কেক সাজানোর জন্য?
* 1/2 কাপ হোয়াইট চকলেট চকলেট গ্রেট করা
* 1/2 কাপ কেকের গুঁড়ো।
Thank you for reading!