যে গাছ গুলো পোকা মাকড় দূরে রাখে!!

সারা দিন কাজ শেষে রাতে যখন আমরা বিশ্রাম নিতে যাই , ঠিক তখনই আমাদের বিরক্ত করতে চলে আসে মশার দল ।অথবা মাছি বা অন্য পোকা যখন আশে পাশে ঘুরাঘুরি করে তখন কোনো ভাবেই শান্তিতে বিশ্রাম নেওয়া যায় না।মশা-মাছি-পোকা দমনে আমরা অনেক প্রকার কেমিক্যাল সল্যুশন ব্যাবহার করি।এসব কেমিক্যালে ৫ থেকে ২৫ ভাগের মতো ডিইইটি(ডাই ইথাইল মেটা টল্যুয়ামাইড) থাকে, যার বিষাক্ত প্রভাব বাসার শিশুদের জন্যে অত্যন্ত ক্ষতিকর । এসব রাসায়নিক কেমিক্যাল নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে শরীরে বিভিন্ন রকম রোগবালাইয়ের প্রকোপ দেখা দেয় যেমন রক্তের নিম্নচাপ, মানসিক সমস্যা, হৃদরোগ ইত্যাদি। তবে এমন কিছু ঘরোয়া উদ্ভিদ রয়েছে, যাদের উপস্থিতি ঘরে এসব পোকা-মাকড়, মশা-মাছিদের উৎপাত থেকে প্রাকৃতিকভাবে রক্ষা করতে পারে কোনো রকম ক্ষতিকর প্রভাব ছাড়াই।
পুদিনাঃ
মশা আর মাছি এই গরমে নিত্যদিনের সঙ্গী। জানলা-দরজা দিয়ে, কয়েল জ্বালিয়ে, স্প্রে করেও মশা তাড়ানো কষ্টকর হয়ে যায় । আর মাছিদের তো হাত দিয়ে মারাও সম্ভব হয় না। বাগানে, ছাদে কিংবা বারান্দায়, সুবিধাজনকস্থানে ছোট্ট পুদিনা গাছ লাগানো যেতে পারে। আর ভাবতে হবে না। শক্তিশালী ও তীব্র গোত্রভুক্ত এই উদ্ভিদ প্রাকৃতিকভাবেই বাড়িকে মশা-মাছিদের তাড়িয়ে রাখতে সহায়তা করবে।
ল্যাভেন্ডারঃ
ল্যাভেন্ডার অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে আমাদের বাড়ি ও ড্রয়ারকে সুগন্ধযুক্ত করে রাখতে।এর ঘ্রাণ মানুষকে আকৃষ্ট করলেও মশা-মাছি, নীলমাছি, পতঙ্গদের বেশ অপছন্দের। বাগানের আলোযুক্ত স্থানে কিংবা ঘরের প্রবেশদ্বারে ল্যাভেন্ডার লাগিয়ে রাখা যেতে পারে।
ক্যাটমিন্টঃ
ক্যাটমিন্ট পুদিনা গোত্রের অন্তর্ভুক্ত। এটি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এই গাছটির যত্ন নেওয়া খুবই সহজ এবং বাগানের যেকোনো স্থানেই এটি বেড়ে ওঠে।এটি বেশ কার্যকরী পোকামাকড় তাড়ানোর উদ্ভিদ। গবেষণায় দেখা গেছে এই উদ্ভিদটি ডিইইটি এর চেয়ে ১০ গুণ বেশি কার্যকরী।
গাঁদা
গাঁদা ফুল কে না চিনে ।এর বৈশিষ্ট্যময় ঘ্রাণ মশা ও জাবপোকাদের জন্যে ক্ষতিকারক।গাঁদাফুলের গাছ বেড়ে উঠতে পূর্ণ সূর্যালোক ও উর্বর মাটি দরকার হয়। টবে চাষ করা যায় । বাড়ির দরজা, জানালার সামনে গাঁদা গাছ রেখে দিলে মশা ও জাবপোকা থেকে মুক্তি মেলে।
রোজমেরিঃ
রোজমেরি একধরণের ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ। এর ঔষধি গুণ মাছি ও এঁটেল পোকাদের এই গাছ থেকে দূরে রাখতে সহায়তা করে।বাগানে বা পটে এ গাছ চাষ করা সহজ।
লেমনগ্রাসঃ
এটি মাছি, এঁটেল পোকাদের বিতাড়িত করে। এই ঘাসে Citronella নামক প্রাকৃতিক তেল পাওয়া যায় ।এই ঘাসটি লম্বায় ৪ ফুট ও চওড়ায় ৩ ফুট হয়ে থাকে। এটি যেকোনো বাগান, পট, টবে যেখানে সূর্যের আলোর উপস্থিতি পরিমিত পর্যায়ে থাকে সেখান এ ভালো জন্মায়।
মেন্থলঃ
মেন্থল একটি প্রাকৃতিক পতঙ্গ বিতাড়ক। এর সুঘ্রাণ মাকড়সা, মশা, পিপড়াসহ অন্যান্য পতঙ্গকে কাছে ঘেষতে দেয় না।খুব স্বল্প পরিচর্যায় বাড়িতে এটি বেড়ে উঠে। এটি একই সাথে ঘরকে সুগন্ধযুক্ত রাখবে ও পোকা-মাকড় থেকে মুক্ত রাখবে।
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
Thank you for reading!