যেসব ভুলের কারনে শীতে আপনার ত্বক কালো হয়ে যেতে পারে
শীত বা গরম ত্বকের যত্নে আমাদের কিছুটা বেশী যত্ন না নিলে হয় না। ঠিক তামনি বেশী যত্ন নিতে গিয়ে আমরা আবার ত্বকের বারোটা বাজিয়ে ফেলি। কি করা যাবে আর কি করা যাবে না ত্বকের যত্নে আসুন জেনেনি

শীতে প্রকৃতি যেমন থাকে উস্ক খুস্ক ত্বক ও তেমনি উস্ক খুস্ক থাকে। শীতে তাই ত্বকের যত্ন নিতে হয় একটু বেশী। তা্ই কি কি কাজ আমাদের শীতে ত্বকের যত্নে করা যাবে না আসুন জেনেনিঃ
এক্সফোলিয়েট কম করুন
শীতে ত্বক বারবার এক্সফোলিয়েট করলে ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে। তাই শীতে এক্সফোলিয়েট করা থেকে বিরত থাকুন। সপ্তাহে একবার বা খুব বেশি হলে দু’বার এক্সফোলিয়েট করতে পারেন এর বেশী নয়।
ঠান্ডা বা গরম পানিতে মুখ ধোয়া
মুখ ধোয়ার সময় কখনই খুব বেশী ঠাণ্ডা বা গরম পানি ব্যবহার করা যাবে না। উষ্ণ পানি ব্যবহার করতে হবে। এতে ত্বকের স্বাভাবিকতা বজায় থাকবে।
চালের গুঁড়া
অনেকেই ফর্সা হওয়ার জন্য চালের গুঁড়ার ফেস প্যাক ব্যবহার করে থাকেন। চালের ফেস প্যাক অ্যান্টি-এজিংয়ের জন্য কাজ করে। তবে চালের গুঁড়াতে স্টার্চ থাকে, যা ত্বককে শুষ্ক করে তোলে। তাই শীতেকালে চালের গুঁড়া ব্যবহার করা থেকে বিরত থাকুন।
লেবু
মুখের ত্বক উজ্জ্বল করতে লেবু ব্যবহার করা হয় আমরা জানি। লেবুতে অ্যাসিড রয়েছে, যা ঠান্ডায় ত্বককে শুষ্ক করে তোলে। ঠান্ডায় লেবু ব্যবহারের ফলে অনেক সময় ত্বকে জ্বালা হতে পারে। তাই শীতকালে ত্বকে লেবু ব্যবহার করা থেকে বিরত থাকলে হবে।
বারবার মুখ ধোয়া
শীতে ঘন ঘন মুখ ধোয়ার কারনে ত্বক আরো শুষ্ক হয়ে যায়। তাই শীতে বার বার মুখ ধোয়া থেকে বিরত থাকুন। কারণ এতে মুখের ন্যাচরাল অয়েল কম হয়ে যায়। শীতে রাতে ঘুমোতে যাওয়ার আগে মেকআপ তুলতে পানি নয় বরং ভেজা ওয়াইপ ব্যবহার করুন।
ইন্টারনেট থেকে সংগ্রহীত
Thank you for reading!