মোবাইল দেখিয়ে শিশুদের খাওয়ানো কি ঠিক?

বর্তমানে তথপ্রযুক্তির যুগে যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হলো মোবাইল ফোন।শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোন ব্যবহার করা হয় না। যোগাযোগের পাশাপাশি এটি বিনোদনের অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছে।
কারণ মোবাইলের মাধ্যমে গান শোনা, ভিডিও দেখা, গেমস্ খেলা, ইন্টারনেট চালালো সহ আরো নানা রকম বিনোদন মূলক কাজ করা যায়। যার জন্য অনেক বাবা – মায়েরা শিশুদেরকে খাওয়ানোর ক্ষেত্রে বা কান্নাকাটি থামানোর জন্য তাদের হাতে মোবাইল তুলে দেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি টা ঠিক??
ব্রিটিশ চিকিৎসকরা খাওয়ার সময় শিশুর হাতে মোবাইল ফোন ও যে কেনো ধরনের স্ক্রিন ব্যবহারে বারণ করছেন।তারা আরো জানিয়েছেন, খাবার ও ঘুমের সময় শিশুদের মোবাইল থেকে দূরে রাখার জন্য।
তাহলে চলুন মোবাইল দেখে শিশুদের খাওয়ানোর কুফল সম্পর্কে জেনে নেই–

১. শিশুদের মোবাইল দেখিয়ে খাওয়ানোর ফলে শিশুরা দিন দিন মোবাইলের প্রতি আসক্ত বেশি হয়ে যাচ্ছে।এতে করে শিশু পড়াশোনা, খেলাধুলা, গল্প করা বাদ দিয়ে সারা দিন পড়ে থাকছে মোবাইল নিয়েই।
২. অতিরিক্ত মোবাইল দেখার ফলে স্থূল হয়ে যাওয়া, সঠিক সময়ে কথা না শেখা, চুপচাপ থাকাসহ নানা রকম মানসিক সমস্যায় ভুগছে শিশুরা।
৩. মোবাইল দেখে দেখে খাওয়ার সময় শিশুরা যে কী খাচ্ছে তার সঙ্গে তার যোগাযোগ থাকে না।তাদের মনোযোগ দুই দিকে ভাগ হয়ে যায়। খাওয়ার প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না।
৪. শিশুদের মোবাইল দেখে খাওয়ালে তাদের এটি একটা বদভ্যাসে পরিণত হয়।এবং তারা সব সময় মোবাইলের জন্য বায়না করা শুরু করে।
৫.দিনে দিনে তাদের মোবাইলের প্রতি আসক্ত ও খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয়। খাবারের পুষ্টিগুণ সম্পর্কে শিশুর কোনো ধারণা থাকে না।
তাই শিশুকে মোবাইল দেখে খাওয়ানোর অভ্যাস করা যাবে না।তাদের বিভিন্ন গল্প শুনিয়ে বা কথার ছলে খাওয়াতে হবে।তারা কি খাচ্ছে সেগুলো তাদের গল্পের ছলে বোঝাতে হবে।তাদের খেলার ছলে অনেক কিছু শিখাতে হবে। অতিরিক্ত মোবাইলের ব্যবহার শিশুর জন্য ক্ষতিকর।
Thank you for reading!