কয়েকদিন  বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আজকেও এর কোন ব্যতিক্রম নয়। গত কয়েকদিনের  মতো  আজকেও  সকালে খুব বৃষ্টি ছিল ।আর প্রায় দুপুর নাগাদ শুরু হচ্ছে ঝুম ঝুম  বৃষ্টি । আর এই বৃষ্টির দিনে আমরা খুব আড্ডা দেই, কেউ গানে কেউ গল্পে। এই বৃষ্টির দিনে গানে গল্পে আড্ডা দিতে দিতে আমদের সাথে যে খাবার গুলি থাকা চাই ।

যেমনঃ

ভুনা খিচুড়ি-বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি  ছাড়া চলে না। তবে অবশ্যই বৃষ্টির সঙ্গে মিল রেখে খিচুড়ি করা উচিৎ।আর সাথে একটা ভাজি বা ভর্তা করতে পারেন।

মুড়ি চানাচুরঃ বৃষ্টির দিনে মুড়ি চানাচুর খেতে সবার মজা লাগে,সাথে পেঁয়াজ,কাঁচা মরিচ,সরিষার তেল সামান্য বাদাম চানাচুর থাকলে খেতে খুবই মজা।

চা ও কফিঃ এই বৃষ্টিতে বাহিরের দিকে তাকালে বা সাথে কেউ থাকলে চা ও কফি  খেতে খুব মন চাই।

স্যুপঃ এই বৃষ্টির শিতল দিনে ঘরে বসেই আমরা বানাতে পারি বিভিন্ন স্যুপ,যা বৃষ্টির দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে খুব মজা লাগে।

 

(Visited 36 times, 1 visits today)

Thank you for reading!

কয়েকদিন  বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আজকেও এর কোন ব্যতিক্রম নয়। গত কয়েকদিনের  মতো  আজকেও  সকালে খুব বৃষ্টি ছিল ।আর প্রায় দুপুর নাগাদ শুরু হচ্ছে ঝুম ঝুম  বৃষ্টি । আর এই বৃষ্টির দিনে আমরা খুব আড্ডা দেই, কেউ গানে কেউ গল্পে। এই বৃষ্টির দিনে গানে গল্পে আড্ডা দিতে দিতে আমদের সাথে যে খাবার গুলি থাকা চাই ।

যেমনঃ

ভুনা খিচুড়ি-বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি  ছাড়া চলে না। তবে অবশ্যই বৃষ্টির সঙ্গে মিল রেখে খিচুড়ি করা উচিৎ।আর সাথে একটা ভাজি বা ভর্তা করতে পারেন।

মুড়ি চানাচুরঃ বৃষ্টির দিনে মুড়ি চানাচুর খেতে সবার মজা লাগে,সাথে পেঁয়াজ,কাঁচা মরিচ,সরিষার তেল সামান্য বাদাম চানাচুর থাকলে খেতে খুবই মজা।

চা ও কফিঃ এই বৃষ্টিতে বাহিরের দিকে তাকালে বা সাথে কেউ থাকলে চা ও কফি  খেতে খুব মন চাই।

স্যুপঃ এই বৃষ্টির শিতল দিনে ঘরে বসেই আমরা বানাতে পারি বিভিন্ন স্যুপ,যা বৃষ্টির দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে খুব মজা লাগে।

 

(Visited 36 times, 1 visits today)

Thank you for reading!

  • Home
  • ফিচার
  • বৃষ্টির দিনে ৪ টা মজাদার খাবার