আমাদের পছন্দের খাবারের মধ্যে চিকেন ফ্রাইড রাইস সেরা । এটি একটি সুস্বাদু খাবার। যা আপনি ঘরেই তৈরি করতে পারেন। আসুন জেনে নেই, কীভাবে রান্না করবেন চিকেন ফ্রাইড রাইস ।

উপকরণ

প্রণালী

চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে পানি গরম করুন, পানি ফুটে উঠলে চাল দিন।

চাল হালকা সিদ্ধ হলে নামিয়ে পানি ঝরিয়ে নিন। ভাত যেন শক্ত থাকে সে দিকে লক্ষ রাখতে হবে। মাংসের কিমা ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ মেখে সিদ্ধ করে নিন।

সবজিগুলো ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নিন। ডিম ফেটে গরম তেলে ঝুরি ভেজে রাখুন।

এবার হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন হালকা বাদামি করে ভেজে মাংসের কিমা দিয়ে নেড়ে কষাতে থাকুন, সামান্য পানি দিয়ে কষিয়ে ভাজা হলে রান্না করা ভাত ও সিদ্ধ করা সবজি, কাঁচামরিচ দিয়ে নেড়ে ২-৩ মিনিট ভেজে টমেটো-ওয়েস্টারসস, পেঁয়াজপাতা কুচি, ডিম ঝুরি ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে ২ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

(Visited 9 times, 1 visits today)

Thank you for reading!

আমাদের পছন্দের খাবারের মধ্যে চিকেন ফ্রাইড রাইস সেরা । এটি একটি সুস্বাদু খাবার। যা আপনি ঘরেই তৈরি করতে পারেন। আসুন জেনে নেই, কীভাবে রান্না করবেন চিকেন ফ্রাইড রাইস ।

উপকরণ

প্রণালী

চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে পানি গরম করুন, পানি ফুটে উঠলে চাল দিন।

চাল হালকা সিদ্ধ হলে নামিয়ে পানি ঝরিয়ে নিন। ভাত যেন শক্ত থাকে সে দিকে লক্ষ রাখতে হবে। মাংসের কিমা ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ মেখে সিদ্ধ করে নিন।

সবজিগুলো ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নিন। ডিম ফেটে গরম তেলে ঝুরি ভেজে রাখুন।

এবার হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন হালকা বাদামি করে ভেজে মাংসের কিমা দিয়ে নেড়ে কষাতে থাকুন, সামান্য পানি দিয়ে কষিয়ে ভাজা হলে রান্না করা ভাত ও সিদ্ধ করা সবজি, কাঁচামরিচ দিয়ে নেড়ে ২-৩ মিনিট ভেজে টমেটো-ওয়েস্টারসস, পেঁয়াজপাতা কুচি, ডিম ঝুরি ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে ২ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

(Visited 9 times, 1 visits today)

Thank you for reading!

  • Home
  • Heathy Food
  • ফ্রাইড রাইস চিকেন রেসিপি