ফল ও সবজি নিয়ে মজার কিছু তথ্য
ফল ও সবজি নিয়ে জেনে নিন মজার সব তথ্য

ফল ও সবজি নিয়ে মজার কিছু তথ্য –
১) স্ট্রবেরি একমাত্র ফল যার বীজ ফলের বাইরে থাকে।
২) লেটুস একমাত্র সবজি যা কিনা কোন প্রসেসিং করা হয় না।
৩) টমেটো কিন্তু ফল। সবজি নয়।
৪) কলার পরাগায়ন বাদুরের মাধ্যমে হয়।
৫) আপালের এত ভ্যারাইটি আছে যে প্রতিদিন যদি এক ভ্যারাইটি করে খাওয়া হয় তাহলে সব খেতে ২৭ বছর লাগবে৷
৬) শশায় ৯৬% পানি থাকে।
৭) আলুই প্রথম সবজি যা মহাকাশে ফলানো হয়েছে।
(Visited 27 times, 1 visits today)
Thank you for reading!