পেঁয়াজের দাম কমলো কেজিতে ৮ টাকা

গত বৃহস্পতিবার (৩জুন)বিকেল থেকেন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে । খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে ।
শুক্রবার (৪ জুন) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেয়াজ আমদানি শুরু হওয়ার পর কেজিতে দাম কমেছে ৮ টাকা । ৩ জুন খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকায়, ৪ জুন বিক্রি করা হচ্ছে ৪০ টাকা কেজি দরে।হিলি বাজারের একজন পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী জানান ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম কেজিতে ৮ টাকা কমেছ ।
একমাস বন্ধ থাকার পর ইম্পোর্ট পারমিট (আইপি) পাওয়ায় আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এক সপ্তাহ পর পেয়াজের দাম আরও কমে আসবে বলে সবাই ধারণা করছে।
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
Thank you for reading!