পিঁপড়া দুর করতে ……
ঘর বা বাগান থেকে কলোনীসহ দুর করুন পিঁপড়া।

আপনার বাসায় পিপড়ার উৎপাত? বাগানের গাছ নষ্ট করছে পিঁপড়া? এখনই জেনে নিন কিভাবে বাসায় থাকা কয়েকটি উপকরন দিয়ে দুর করবেন পিঁপড়া ।
প্রয়োজনীয় উপকরণঃ
১। চিনি – ৩ টেবিল চামচ
২। বোরিক পাউডার – ৩ টেবিল চামচ
৩। পানি প্রয়োজনমত
প্রনালীঃ
বোরিক পাউডার ভালোমত চামচ দিয়ে গুড়ো করে নিন, যেন বড় দানা না থাকে । চিনি ও বোরিক পাউডার অল্প অল্প করে মিশান। এমনভাবে মেশাবেন যেন মিশ্রনটি কনডেন্স মিল্ক এর মত ঘন হয় ।
মিশ্রনটি কাঠি বা কাঁটা চামচ এর আগায় নিয়ে পিপড়ার লাইন বরাবর ২ ফিট দূরে দূরে রেখে দিন। পিপড়া এগুলো খেয়ে সাথে সাথে মরবে না। কলোনিতে গিয়ে রানী পিপড়াকেও খাওয়াবে । ফলে কলোনী সহ ধ্বংস হবে পিঁপড়া।
তাই দেরী না করে আজই দুর করুন বাসা বা বাগান থেকে পিঁপড়া ।
(Visited 54 times, 1 visits today)
Thank you for reading!