ত্বকের যত্নে ভাতের মাড়

ভাত রান্না করার পর আমরা সাধারণত ভাতের মাড় ফেলে দেই। কিন্তু এই ভাতের মাড় যে আমাদের মুখের ত্বকের জন্য কতটা উপকারি টা কি আপনারা জানেন? ত্বকের স্বাস্থ্য রক্ষার্থে ভাতের মাড়ের ব্যবহার অনস্বীকার্য ।
ভাতের মাড় আমাদের ত্বকের জন্য ময়েশ্চরাইজার হিসেবে কাজ করে। এছাড়াও রয়েছে ভাতের মাড়ের হাজারো গুণাগুণ যা ত্বকের রূপচর্চায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভাতের মাড় আমাদের ত্বকের জন্য কতটা কার্যকরী –
১.ভাতের মাড় ত্বকের জলীয় ভাব বজায় রাখে। এই মাড় দিয়ে মুখ ধুলে ত্বক পরিষ্কার হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ত্বকের বলিরেখা দুর করতে ভাতের মাড়ের কোনো বিকল্প নেই।
২.মুখের ব্রণ দূর করতে ভাতের মাড় খুবই কার্যকরী একটি উপাদান। মুখে ব্রণ দেখা দিলে নিয়মিত ভাতের মাড় ব্যবহারের ফলে ব্রণ কমে যায় । মাড় ছেকে জ্বাল দিয়ে ঘন করে প্যাক হিসেবে ব্যবহার করলে মুখের ব্রণের সমস্যা কমে।
৩.ভাতের মাড় ব্যবহারে ত্বকের আর্দ্রতা, ছোপ ছোপ দাগ, রুক্ষতা, ত্বকের মেসতা কমাতে সাহায্য করে। দুধের সাথে মাড় মিশিয়ে ব্যবহার করলে ত্বক খুব টানটান ও উজ্জ্বল থাকে।
৪.ভাতের মাড় ত্বকের রোদেপোড়াভাব, দাগছোপ, কালচে ভাব কমিয়ে ত্বক তারুণ্যময় করতে সাহায্য করে।
৫.ভাতের মাড়ের উপর একটি শুকনা সিট মাস্ক দিয়ে মুখের বসিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে আস্তে আস্তে টেনে তুলতে হবে। এতে করে ত্বক টানটান থাকে।
৬.ভাতের মাড় ঠান্ডা করে তুলা দিয়ে মুখ ও হাতে পায়ের পোড়া অংশে নিয়মিত ব্যবহার করলে ত্বক সতেজ থাকে। এছাড়া এটি ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
অর্থাৎ ভাতের মাড়ের উপকারিতা বলে শেষ করা যাবে না। এটি খুবই গুণাগুণ সমৃদ্ধ একটি উপাদান যা আমাদের চুল ও ত্বকের নানা ধরনের উপকার করে। এছাড়াও ভাতের মাড় শরীরের অপুষ্টিজনিত সমস্যার মোকাবেলায় সাহায্য করে।
Thank you for reading!