ত্বকের যত্নে গ্রিন টি ।
গ্রিনটি শুধু ওজন কমায় না রূপচর্চায় ও ব্যাবহার করা যায় গ্রিন টি।

শীতের দিনে এক কাপ গ্রিন টি শরীর ও মনকে তরতাজা করে দেয়।শরীর ও মনকে তরতাজা করার পাশাপাশি চুল ও ত্বকের সুন্দর রাখে গ্রিন টি । গ্রিন টিদিয়ে করা যায় রূপচর্চা। অবশ্য এখানে গ্রিন টি-এর সঙ্গে অল্প কিছু বাকি উপকরণ মিশিয়ে নিয়ে তৈরি করতে হয়।ঘরোয়া উপায়ে চা পাতা দিয়ে কিভাবে ত্বকের চুলের যত্ন নেয়া যায় করা যায় তা নিম্নে বলা হল।
- গ্রিন টির পানি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে তুলে দিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ব্রন কমে যাবে।
- গ্রিন টির পানি ও গোলাপজল মিশিয়ে ঘুমানোর আগে মুখে তুলে দিয়ে লাগিয়ে ভালো মানের ক্রিম লাগালে ত্বক কোমল থাকবে।

- শীতের দিনে রোদে অনেক সময় ত্বক কালো হয়ে যায়। এক্ষেত্রে এক চা-চামচ গ্রিন টি পাতা, ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ গুড়া দুধ, ১ চিমটি হলুদ গুঁড়ো, গোলাপজল দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন. হাতে ও মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে কালচে দাগ দূর হবে।
- গ্রিন টির পানি আধা কাপ, মধু, লেবুর রস, টকদই মিশিয়ে পেস্ট বানিয়ে হাতে পায়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে মালিশ করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি স্ক্রাবের কাজ করবে।

- অনেক সময় ঘুম থেকে উঠার পরে চোখ ফুলে থাকে। এমন সময় দুটি গ্রিন টি-এর ব্যাক ঠাণ্ডা পানিতে কিছুক্ষণ রেখে চোখের ওপর দিয়ে রাখলে চোখ ফোলা ভাব কমে যায়।
(Visited 174 times, 1 visits today)
Thank you for reading!