ঠোঁটের কালো দাগ দূর করুন নিমিষেই
এই শীতে ঠোঁটের চারপাশে কালো দাগ নিয়ে আমরা কম বেশী সবাই ভুগে থাকি। কিন্তু সামান্য কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

আমাদের চেহারার সুন্দরতা যেমন চোখ নাক এর মিলিয়ে হয় তেমনি ঠোট এর ও অবদান আছে । ঠোট মলিন হলেও আমাদের অনেকের ঠোটের চার পাশে কালচে দাগ হয়ে থাকে । অনেক কিছু ব্যাবহার করা সর্তেও তা যায় না।
ঠোটের এই কালচে ভাব দূর করার জন্য আমরা কিছু ঘরোয়া ভাবে প্যাক ব্যাবহার করতে পারি যা খুবই কার্যকারী ।
১। পাকা টমেটো এর সাথে চিনি মিশিয়ে আমরা ঠোটের চার পাশে সুন্দর করে স্ক্রাব করে নিতে পারি । এর ফলে মরা চামড়া গুলো চলে যাবে এবং ত্বক মসৃণ হবে । স্ক্রাব করার পর অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ধুতে হবে ।
২। স্ক্রাব করার পর আপনি লেবু , মধু এবং টক দই মিশিয়ে ঠোঁটের চারপাশে লাগিয়ে শুখানো পর্যন্ত রাখুন শুখিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৩। আলুর রস অনেক বেশী ভূমিকা রাখে ঠোঁটের কালো দাগ দূর করতে। আলু থেঁতো করে রস বের করে নিয়ে তা ঠোঁটের চারপাশে লাগাতে হবে।
৪। এই শীতে অলিভওয়েল অনেক বেশী ভালো কাজ করে আমাদের ত্বকে। অলিভওয়েল দিয়ে ও ঠোঁটের যত্ন নেয়া যায়।
৫। প্যাক ব্যাবহার করার পর অবশ্যই ক্রিম ব্যাবহার করতে হবে।
এভাবে সপ্তাহে বার যত্ন নিলে আস্তে আস্তে দাগ অনেক টাই কমে যাবে ।
Thank you for reading!