টবেই করুন রসুন চাষ
দেখে নিন এক সপ্তাহে টবে কিভাবে চাষ করবেন রসুন

রসুনের স্বাস্থ্য উপকারীতা আমরা সবাই জানি , এছাড়া আমাদের প্রতিদিনের রান্নায় ও রয়েছে রসুনের ব্যাপক ব্যবহার । কিন্তু দিন দিন মূল্য বেড়েই চলেছে এই মশলাটির । আমাদের ছাদ বা বারান্দা বাগানীরা যারা খাঁটি , ফ্রেশ খাবার পছন্দ করেন এবং সাশ্রয় করতে চান তারা সহজেই করতে পারেন টবে রসুন চাষ।
টব – কম গভীরতার মাঝারি আকৃতির টব রসুন চাষের জন্য উত্তম । অবশ্যই খেয়াল রাখবেন যেন টবের নিচে ছিদ্র থাকে। জলাবদ্ধতা সহ্য করতে পারে না রসুন।
মাটি – ঝুরঝুরে দো আঁশ মাটি ব্যবহার করুন । মাটি ও জৈব সার ৫০-৫০ মিশ্রিত করে মাটি তৈরি করতে পারেন।
বীজ তৈরি– পরিপক্ক রসুনের কোয়া ব্যবহার করা হয় বীজ হিসেবে। প্রতিটি কোয়া থেকে নতুন রসুন হয় । তাই রোগ বালাই মুক্ত , পক্ক একটি রসুন থেকে কোয়া গুলো আলাদা করে নিন।
বীজ বপন – রসুন চাষের উত্তম সময় নভেম্বরএর মাঝামাঝি থেকে অক্টোবর এর প্রথম সপ্তাহ পর্যন্ত। তৈরি করা মাটিতে গর্ত করে রসুনের কোয়ার মাথার দিক অর্ধেক প্রবেশ করান।
যত্ন– নিয়মিত পানি দিন গাছে। পানি ছিটিয়ে দিবেন এবং খেয়াল রাখবেন যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় । এতে রসুন পচে যাওয়ার সম্ভাবনা থাকে। টব এমন স্থানে রাখুন যেন প্রচুর আলো বাতাস পায় । আগাছা হলে সাবধানে তুলে ফেলুন । পুষ্টির জন্য গোবর ও কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন ।
রসুন সংগ্রহ – সাধারনত এক থেকে দেড় সপ্তাহে রসুন সংগ্রহের উপযোগী হয়ে যায়। পাতা কিছুটা বাদামী রঙ ধারন করলে ২-৩ দিন ছায়াতে রেখে রসুন সংগ্রহ করুন।
এভাবে সহজেই করে নিতে পারেন টবে রসুন চাষ।
Thank you for reading!