ঝড় থেকে গাছ বাঁচতে করনীয় ।

বৈশাখ জ্যৈষ্ঠ মাস ঝড়,বৃষ্টি-বাদল এর মাস।এসময় যখন তখন আকাশ কালো হয়ে ঝড় চলে আসে। আমরা আকাশে বাতাসে ঝড়ের আলামত দেখলে দ্রুতই ছাদ ও বারান্দার উদ্ভিদগুলিকে নিরাপদ স্থানে দ্রুত সরিয়ে নেই। ছোট নাজুক গাছগুলি শক্তসামর্থ্য গাছ এবং গুল্মের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ।আকস্মিক ঝড়, ঝাপটা বাতাসে ছোট গাছগুলোর ডাল-কান্ড ভেঙ্গে যায়,গাছপালা উড়ে যায়, আর্দ্রতা ও শীতল পরিবেশের কারণে অনেক গাছের শিকড় মরে যায়।তবে এদেরকে ঝড়ের কবল থেকে রক্ষা করাও সহজ।
শিকড় পচন রোধঃ
ঝড়ের কারণে সৃষ্ট শৈত্য আবহাওয়া থেকে শিকড়কে রক্ষা করার জন্য গাছের মূলের অঞ্চল জুড়ে জৈব সার বা রান্নাঘরের বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে।গাছের পাতা থেকে কমপক্ষে ৩ ইঞ্চি দূরত্বে রাখতে হবে।
ছোট উদ্ভিদ রক্ষাঃ
ঝড়ো বাতাস থেকে রক্ষা করতে ছোট গাছের উপর বড় হাড়ি, ঝুড়ি, বড় গামলা, বালতি দিয়ে ঢেকে দিতে হবে। তা না হলে দেওয়ালের আবডালে লুকিয়ে রাখতে হবে অথবা বাসায় নিয়ে আসতে হবে।। বারান্দায় রাখা গাছগুলো বাঁচাতে পলিথিন দিয়ে গ্রিল মুড়িয়ে দিতে হবে।
বড় বাগান রক্ষাঃ
ঝড়ের আগ দিয়ে তিন বা চারটি কন্টেইনার বাগানের চারিপাশে স্থাপন করতে হবে। কন্টেইনার ভারী হলে ঝড় শুরু হওয়ার আগে সেগুলো কয়েকজন মিলে স্থাপন করুন। ২ থেকে ৩ ফুট লম্বা খুঁটি মাটির ২০ ইঞ্চি গভীরে স্থাপন করে মজবুত পলি দিয়ে খুঁটির জোড়গুলিতে সংযুক্ত করে চারপাশে মুড়িয়ে দিতে হবে। সংযোগগুলো আলগা রাখতে হবে যেন বাতাসে কয়েক ইঞ্চি পর্যন্ত বাঁকতে পারে।
নতুন গাছ রক্ষাঃ
নতুনভাবে লাগানো গাছের কাণ্ডগুলি আলগাভাবে পলি দিয়ে জড়িয়ে রাখতে হবে যেন ঠান্ডা তাপমাত্রায় এরা ক্ষতিগ্রস্থ না হয়। আরও বেশি সুরক্ষার জন্যে পুরো গাছটিকে মুড়িয়ে দিতে হবে।
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
Thank you for reading!