ঝুমকো জবা…

জবা একটি চির সবুজ গুল্ম।এই গাছ এর উচ্চতা ৫ থেকে ৮ ফুট হয়।এই ফুল শীতকালে ও শরৎকালে ফোটে।দেশের প্রায় সব জায়গায় এই ফুল পাওয়া যায়।জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে।এগুলোর ফুলের রঙ সাদা , হলুদ , কমলা,ইত্যাদি হতে পারে।জবা ‘চীনা গোলাপ’ নামেও পরিচিত।
জবা ফুলে নানা ঔষধি গুণ রয়েছে।এতে চোখ উঠা,মাথার টাক,হাতের তালুতে চামড়া উঠা ,অনিয়মিত মাসিক ইত্যাদি রোগের ঔষধি গুণ আছে।
চোখ উঠাঃ
জবা ফুল বেটে চোখের উপর এবং নিচের পাতায় প্রলেপ দিলে চোখ উঠা রোগে উপকার পাওয়া যায়।তবে ঔষধ দেওয়ার সময় সতর্ক থাকতে হবে,যেন ফুলের রস চোখের ভিতর না যায়।
মাথার টাকঃ
অনেকেরই দেখা যায় মাথার কিছু অংশ চুল সম্পূর্ণ উঠে গিয়ে টাকের মত চকচক করছে।গোসল করার পর চুল শুকিয়ে গেলে ওই জায়গায় জবা ফুল বেটে কয়েকদিন প্রলেপ দিলে আবার নতুন চুল গজাবে।তবে রোগ পুরানো হয়ে গেলে এতে আর কাজ হবে না।
অকালে চুল পাকা দূর করেঃ
চুল সাদা থেকে কালো করতে হলে জবা ফুল এর রস, গরুর দুধ,যষ্টি মধু ও তেল এর মিশ্রন বানিয়ে নিয়মিত ব্যাবহার করলে উপকার পাওয়া যায়।
হাতের তালুর চামড়া উঠাঃ
শীতকালে হাতের তালুতে চামড়া উঠে খসখসে হয়ে গেলে জবা ফূল তালুতে মাখলে খুব উপকার পাওয়া যায় ।দিনে দুই তিন বার এক/দুই টা ফুল হাতের মধ্যে ডলে ডলে লাগাতে হবে।
অনিয়মিত মাসিকঃ
জবা অনিয়মিত মাসিক দূর করতে সহায়তা করে। তিনটি জবা ফুলের কুঁড়ি ,দারুচিনি ৫০০ মিলিগ্রাম একসাথে বেটে শরবতের মতো খেলে মেয়েদের স্রাব স্বাভাবিক হয়।
এছাড়া জবা সর্দিকাশি,ঠাণ্ডা জনিত সমস্যা, ডায়াবেটিস সারাতেও কাজ করে থাকে।
ইন্টারনেট থেকে সংগ্রহীত ।
Thank you for reading!