জেনে নেই বিশ্বের সবচেয়ে দামী বিস্কুট নিয়ে কিছু তথ্য।

বিস্কুট আমাদের প্রতিদিনের স্ন্যাকস এর তালিকায় সব চেয়ে প্রথমে থাকে সব সময়।বিকেলের নাস্তায় চা এর সাথে বিস্কুট এর নামটি অবচেতন মনেই চলে আসে ।গতকাল ২৯ শে মে চলে গেছে “বিস্কুট ডে ”।বিস্কুট প্রেমীদের জন্য এটি একটি বিশেষ দিন । চলুন এবার জেনে নেই পৃথিবীর সবচেয়ে দামি বিস্কুট নিয়ে কিছু কথা।
২০১৫ সালে ২৪ অক্টোবর নিলামে উঠেছিলো পৃথিবীর সবচেয়ে দামি বিস্কুট । বিস্কুটটির বয়স ১০০ বছরের বেশি৷ এই বিস্কুটটি মিলেছে ডুবন্ত টাইটেনিকের ডেক থেকে ৷ কিছু গ্রীক সংগ্রাহক “বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিস্কুট” হিসাবে , ডুবে যাওয়া টাইটানিকে বেঁচে থাকা একটি টোস্ট-সাইজের স্পিলারস এবং বেকার্স পাইলট ক্র্যাকারের জন্য 23,000 ডলার ব্যয় করেছে।নিলামের দামের ভিত্তিতে বিস্কুট টির প্রতি বর্গ ইঞ্চি প্রায় 1,643 ডলার । বিস্কুটটি ময়দা ও পানির মিশ্রণে তৈরি ৷ জেমস ফেনউইক নামে একজন বিস্কুটটি ডুবন্ত টাইটানিকের ডেক থেকে পান ৷ নিলাম হাউজের এক মুখপাত্র জানান, ‘পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ডুবে যাওয়ার ফলে ১৫০০ জনের মতো মানুষ মারা যায় ৷ আর এই নাটকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্কুটটি অক্ষত থেকে যায় ৷ “ এর আগে টাইটেনিকের ‘লাঞ্চ মেনু’ নিলামে বিক্রি হয়েছিল ৮৬ লাখ ৪০ হাজার টাকায়৷
তথ্য সূত্রঃ ইন্টারনেট।
Thank you for reading!