ছাদে সঠিকভাবে গাছ লাগানোর কিছু টিপস
সঠিকভাবে ছাদ বাগান গড়ে তোলার কিছু টিপস

দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে ছাদবাগান । কিন্তু অনেকেই কিছু ছোটখাটো ভুলের কারণে সঠিকভাবে গড়ে তুলতে পারেন না । তাই আপনাদের জন্য কিছু স্পেশাল টিপস কিভাবে আপনারা সঠিক উপায়ে ছাদ বাগান গড়ে তুলতে পারেন।
- সাধারনত হাফ ড্রাম ব্যবহার করা হয় ছাদ বাগানের জন্য । সেক্ষেত্রে অবশ্যই ড্রামের নীচে ১ ইঞ্চি ব্যাসের ৫- ৬টি ছিদ্র রাখবেন। যেন পানি নিষ্কাশন এ সুবিধা হয়।
- ছিদ্র গুলোর উপর টবের ভাংগা অংশ দিয়ে দিন। টবের ভাঙ্গা অংশ না থাকলে ইটের খোয়া ব্যবহার করতে পারেন। এতে ছিদ্র দিয়ে মাটি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
- ১ ইঞ্চি পরিমাণ ইটের খোয়ার উপরে ১ ইঞ্চি করে বালি বিছিয়ে দিন।
- সমপরিমান দো আশ মাটি এবং গোবর মিশিয়ে মাটি তৈরি করুন এবং ড্রামের তিন ভাগের দুই ভাগ ভর্তি করুন।
- বাকি মাটির সাথে ১০০ গ্রাম সার যোগ করে ড্রাম ভর্তি করুন।
- তৈরি করা ড্রামে গাছ লাগানোর আগে অন্তত ১৫ দিন অপেক্ষা করুন।
- গাছ লাগানোর পর নিয়মিত সার দিন , যত্ন নিন।
এভাবে মাটি তৈরি করলে আপনার গাছ ভালো থাকবে
(Visited 118 times, 1 visits today)
Thank you for reading!