চুইংগাম চিবিয়ে ৮০০ ডলার আয় !

আমরা সবাই জানি অর্থ আয় করার বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু চুইংগাম চিবিয়েও যে অর্থ আয় করা যায় টা কি আপনারা জানেন?
শুনে খুব অবাক হচ্ছেন তাই না। এমনি একটি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন জার্মানি এক নারী জুলিয়া ফোরাট। তিনি চুইংগাম চিবিয়ে সেটি থেকে বাবল বানানোর একের পর এক ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে অর্থ উপার্জন করে যাচ্ছেন। তাও সেটা যেনতেন পরিমাণে নয়, মাসে প্রায় সাড়ে ৮০০ মার্কিন ডলারের বেশি।
জার্মানি নারী জুলিয়া ফোরাটের বয়স ৩০ বছর। ভারতের গণমাধ্যম টাইমস নাউর প্রতিবেদনে বলা হয়েছে, একেকটি বাবল ফোলাতে জুলিয়া ৩০টির বেশি চুইংগাম ব্যবহার করেন। নিজের মাথার চেয়ে বড় আকারের বাবল ফোলান তিনি।
তিনি এই অর্থ উপার্জন করার বুদ্ধি পান তার এক বন্ধুর কাছ থেকে। জুলিয়া আরো জানান, প্রথমে তিনি মনে করেছিলেন এটা হাস্যকর কোনো ব্যপার হবে কিন্তু তার ভিডিও গুলো খুবই দ্রুত জনপ্রিয়তা লাভ করে।
কিন্তু শুধু চুইংগাম চিবিয়ে কি আয় করা সম্ভব? মোটেই না, তাহলে তিনি কিভাবে তা করলেন? এর উত্তর হল, মানুষ তার ভিডিও গুলো দেখতো টাকা খরচ করে। এতে তিনি উৎসাহ পেয়ে একের পর এক ভিডিও অনলাইনে আপলোড করেন।
ভিডিও বানানোর জন্য প্রতি মাসে জুলিয়া মাত্র ছয় মার্কিন ডলারের চুইংগাম কেনেন। অথচ মাস শেষে তার আয় হয় সাড়ে ৮০০ ডলারের বেশি। জুলিয়া বলেন, অনলাইনে ছাড়কৃত মূল্যে তিনি চুইংগাম কেনেন। তিনি বড় আকারের একেকটি বাবল ফোলাতে ১০ থেকে ১৫টি চুইংগাম ব্যবহার করেন। আর বিশালাকারের বাবলের জন্য তিনি ৩০টির বেশি চুইংগাম ব্যবহার করেন।
তিনি আরোও জানান, তিনি স্থাপত্য ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উপর ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি বিপণনেও ডিগ্রি নিয়েছেন। তাই তিনি চুইংগাম চিবিয়ে ও তা থেকে বাবল ফোলানোর ভিডিও বানানো তাঁর আয়ের মূল উৎস হিসেবে বেছে নেনে নি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, মজা করার জন্য মূলত তিনি বিচিত্র এ কাজটি শুরু করেছিলেন। পরবর্তীতে বাড়তি আয়ের জন্য তিনি ভিডিও করেন এবং তা অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করেন।
ছবিঃ সংগৃহীত
Thank you for reading!