গ্যাস বার্নার পরিষ্কারের ঝটপট উপায়।

আমরা সবাই কমবেশি রান্না করি এবং রান্না করতে আমারা গ্যাসের চুলা বা গ্যাস ওভেন বেশি ব্যবহার করি ।রান্না ঘরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো গ্যাস ওভেন। আমরা গ্যাস ওভেন পরিষ্কার করি ঠিকই কিন্তু গ্যাস বার্নার পরিষ্কার করার কথা ভুলে যাই।গ্যাস বার্নার পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ ।কারন বার্নার এ ময়লা জমে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে।খুব সহজ দুটি পদ্ধতিতে বার্নার পরিষ্কার চকচকে করা যায়।
>>একটি পাত্রে গ্যাস বার্নার নিয়ে বার্নার এর ওপর হারপিক দিয়ে দিতে হবে । এরপর ব্রাশ দিয়ে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে গ্যাস বার্নার ।
>>গরম পানিতে তেঁতুল আর একটু ডিটারজেন্ট দিয়ে নিতে হবে । তারপর সেই পানির ভেতর গ্যাস বার্নার ভিজিয়ে রাখতে হবে । এইরকমভাবে ওই গ্যাস বার্নার এক ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা ব্রাশ দিয়ে ভালোমতো ঘষে নিতে হবে ।তারপর দেখা যাবে গ্যাস বার্নার পরিষ্কার হয়ে গেছে এবং চকচক করছে।
ইন্টারনেট থেকে সংগ্রহীত।
Thank you for reading!