গাছের যত্নে প্রুনিং
গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন আছে গাছ এর কিছু অংশ ছেটে ফেলাও। জেনে নিন প্রুনিং কি , কিভাবে এবং কখন গাছের প্রুনিং দরকার

প্রুনিং হলো গাছের মরা ডালপালা ও পাতা ছেটে দেয়ার পদ্ধতি। সকল গাছের সুন্দর বৃদ্ধির জন্য প্রুনিং অনেক প্রয়োজনীয়। গুল্ম জাতীয় গাছে প্রুনিং বেশি দরকার হয়। প্রুনিং এর গলে গাছ দ্রুত বৃদ্ধি পায়, ফলন বাড়ে ও পোকার আক্রমন থেকেও বাচে।
গাছের সুপ্ত অবস্থা বা যে সময় গাছে তেমন ফলন হয় না সে সময়টাই গাছের প্রুনিং এর জন্য উত্তম সময়। সাধারনত বেশিরভাগ গাছই শীত কালে সুপ্ত অবস্থায় থাকে (সবজি গাছ ব্যতীত)। তাই চলুন দেখে নেই এই শীতে কিভাবে আপনি করতে পারেন আপনার গাছের প্রুনিং ।
১। গাছের প্রুনিং এর জন্য অবশ্যই ধারালো এবং পরিষ্কার যন্ত্র ব্যবহার করবেন। ভোতা যন্ত্র ডালের কোষের ক্ষতি করবে । যন্ত্রে জং বা ময়লা থাকলে গাছ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে ।
২। মরা ও নির্জিব অংশ গুলো ছেটে ফেলবেন। প্রথমে পাতা এবং এরপর ডাল কাটবেন। খেয়াল রাখবেন যেন সজীব অংশ কাটা না যায়।
৩। যদি ফুল গাছ হয় এবং গাছে কুঁড়ি থাকে তবে সেই গাছ প্রুনিং থেকে বিরত থাকুন ।
৪। একবারে গাছের ১০-২০ % এর বেশি অংশ কেটে ফেলবেন না।
৫। যেসব ডাল অন্য ডালের চেয়ে অতিরিক্ত লম্বা হয়ে গেছে সেগুলো ও কেটে ছোট করে দিন।
৬। ডাল সোজা করে কাটবেন না । ৪৫ ডিগ্রি কোনে ডাল কাটবেন।
৭। প্রুনিং এর পরে গাছে সামান্য পরিমানে জৈব সার বা ইউরিয়া সার (পানির সাথে মিশিয়ে ) প্রয়োগ করুন। অতিরিক্ত সার দিবেন না।
৮। গাছের পাতার ধুলো মাটি লাগলে মুছে দিন। এবং পানি দিন। অতিরিক্ত পানি প্রয়োগ গাছের জন্য ক্ষতিকর।
এভাবে প্রুনিং এর মাধ্যমে আপনার গাছ বাড়বে সুন্দর ও দ্রুত।
Thank you for reading!