গলায় মাছের কাঁটা বাজলে করণীয়
মাছের কাঁটা গলায় বাজলে করণীয়

মাছের মাথা বা লেজ খেতে এলে সব সময় কোন না কোন ভাবে কাঁটা বেজেই যায় অনেকের। এর জন্য অস্থির হয়ে গলায় খোঁচা খচি করে কাঁটা আরও বেশি বাজিয়ে নিজের যন্ত্রণা নিজেরাই বাড়ায়। গলায় কাঁটা বাজলে কিছু টিপস মেনে কাজ করলে গলার কাঁটা ছেঁড়ে যাবে মুহূর্তে। যেমনঃ
- দুধ ভাত ভাল করে চোটকে মুখে নিয়ে গিলে খাবে এতে গলার কাঁটা অনেক সময় নেমে যায় ।
- অ্যাপেল সিডার ভিনেগার এক চামচ উষ্ণ পানিতে গলিয়ে খেলে কাঁটা নরম করে নেমে জেতে সাহায্য করে ।
- কলা মুখে নিয়ে গিলে খেলে কাঁটা নামে
- লেবুতে লবন মিশিয়ে চুষে চুষে রস খান পানিতে মিশিয়ে খাবেন না । এভাবে খেলে লেবু কাঁটা নরম বা গলিয়ে দিবে এবং কাঁটা চলে যাবে ।
(Visited 32 times, 1 visits today)
Thank you for reading!