কিভাবে বাড়াবেন সারের উপকারিতা
দেখে নিন কিছু পদক্ষেপ যা আপনার সারের কার্যকারীতা বাড়াবে কয়েক গুণ

গাছপালার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান স্যার। সারের উপকারিতা অনেকাংশে নির্ভর করে আপনি কখন এবং কিভাবে সার প্রয়োগ করছেন। অনেক সময় দেখা যায় সার প্রয়োগ এর পরেও আমরা এর আশানুরূপ ফল পাই না। এর প্রধান কারন সঠিক ভাবে প্রয়োগ না হওয়া।
চলুন দেখে নেই কিভাবে আপনি সঠিক পদ্ধতি এবং সময়ে সার প্রয়োগ করে এর পুর্ন ফলাফল পেতে পারেন
১. রাসায়নিক সার কখনো গাছের শেকড় এর কাছে প্রয়োগ করবেন না৷ এছাড়া বীজ এবং কচিপাতাকেও যথাসম্ভব রাসায়নিক সার থেকে দূরে রাখুন। এগুলো নাজুক অংশ হওয়ার রাসায়নিক সার সহ্য করতে পারে না।
২. তরল রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই তার ঘনত্ব কমিয়ে নিন। অতিরিক্ত ঘন রাসায়নিক সার আপনার গাছ পুড়িয়ে দিতে পারে।
৩. সার যতটা সম্ভব মাটির সাথে ভালো মতো মিশিয়ে দিন। না হলে অপচয় এর সম্ভাবনা আছে।
৪. একাধিক রাসায়নিক সার একত্রে মিশিয়ে প্রয়োগ করবেন না। রাসায়নিক বিক্রিয়া ঘটে গাছের ক্ষতি হতে পারে৷ অথবা উপাদানটি গাছের গ্রহণের অযোগ্য হয়ে পড়তে পারে।
৫. জৈব সার প্রয়োগের ক্ষেত্রে বপনের 10 থেকে 15 দিন আগে প্রয়োগ করুন৷ না হলে তাপমাত্রায় গাছ নষ্ট হতে পারে৷
৬. ইউরিয়া প্রয়োগ এর ক্ষেত্রে গুটি ইউরিয়া ব্যবহার করুন। কারন এটি বেশি সময় ধরে গাছ ব্যবহার করতে পারে৷।
৭. গাছে ফুল বা ফল আসার আগে রাসায়নিক সার ব্যবহার এর চেষ্টা করুন।
৮. ভেজা মাটিতে সার প্রয়োগে ভালো ফলাফল পাওয়া যায়।
এই পদ্ধতি ব্যবহার আপনার সারের ফলপ্রসূতা বাড়িয়ে দিবে কয়েক গুন
Thank you for reading!